নিজস্ব প্রতিনিধি : বেঘোরে ষাঁড় । মারপিট করতে করতে করতে গভীর নিকাশি নালায় এক প্রকাণ্ড ষাঁড় । যত বড়ই শক্তিশালী হোক না কেন বিপদে পড়লে তার অবস্থা কি ভয়ংকর হয় তা এই ষাঁড়টিকে দেখলেই বোঝা যায়। তাণ্ডব লেগে যায় নালায়। একদিকে ষাঁড় গরুর বাঁচার তাগিদে নালা থেকে ওঠার প্রচেষ্টায় অথচকিত হয়ে পড়ে মানুষ। খবর পেয়েই জলপাইগুড়ির তিন নম্বর রেল গুমটি সংলগ্ন এলাকায় দ্রুত ছুটে আসে দমকল কর্মী, পশুপ্রেমী সংগঠন এবং স্থানীয়রা। ।অবশেষে দীর্ঘ দুঘন্টার চেষ্টায় সফল অপারেশন বুল ,উদ্ধার হয় ষাঁড়টি ।
অপারেশন তো অনেক রকমের শুনেছেন,অপারেশন গঙ্গা, অপারেশন বর্গা, অপারেশন বিজয়, এমনকি হাসপাতালে অপারেশন পর্যন্ত। কিন্তু অপারেশন বুলের নাম কী শুনেছেন? রবিবার জলপাইগুড়িতে একেবারে সকাল সকাল চলল এই অপারেশন বুল। জানা গেছে, জলপাইগুড়ির তিন নম্বর রেল গুমটি সংলগ্ন এলাকার এক গভীর নিকাশি নালায় হঠাৎই পরে যায় একটি ষাঁড়। ঘটনায় দ্রুত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জলপাইগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা সহ অ্যানিমেল হেল্প লাইনের সদস্যরা।শুরু হয়, যুদ্ধকালীন তৎপরতায় গভীর নিকাশি নালায় পরে থাকা ষাঁড় উদ্ধারের কাজ, এগিয়ে আসেন স্থানীয় মানুষেরাও।দীর্ঘ দুঘন্টা ধরে চলে এই রেশকিউ অপারেশন।অবশেষে গভীর নর্দমায় পরে যাওয়া ষাঁড়কে ওপরে তুলতে সমর্থ হন উদ্ধারকারী দলের সদস্যরা।ঘটনা প্রসঙ্গে দমকল কর্মীদের ভুয়সী প্রশংসা করে অ্যানিমেল হেল্প লাইনের সভাপ
তি প্রীতম দাস বলেন, সবার একত্রিত প্রচেষ্টায়ই ষাঁড়টিকে উদ্ধার করা সম্ভব হলো।
কথায় বলে, যদি অন্য প্রাণীর অসহায়ত্ব তোমার মনকে ব্যথিত করে তোলে তবেই তুমি মানুষ। একবিংশ শতাব্দীতে যুদ্ধ, হিংসা, ক্ষোভ, বিদ্বেষের মাঝে এসে একটি অবলা প্রাণীকে বাঁচানোর জন্য যখন মানুষের মধ্যে অদম্য ইচ্ছা দেখা যায়, তখন মানুষ হিসেবে মানুষকে কুর্নিশ জানাতে মন চায়।
0 Comments