ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

MGNREGS-এর বকেয়া মজুরির দাবিতে বিডিওকে ডেপুটেশন

 বাঁকুড়া ১নং ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল ক্ষেতমজুর সমিতি ও লিবারেশন

বিশ্বরূপ দে  :  বাঁকুড়া জেলার MGNREGS শ্রমিকদের প্রাপ্য মজুরির দাবিতে বৃহস্পতিবার (১৪ই জুলাই) জেলার ১নং ব্লকের বিডিওর কাছে দাবিসনদ পেশ করলো সিপিআই (এমএল) লিবারেশন ও পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি । 

  বিগত তিন-চার মাস বাবদ MGNREGS প্রকল্প অধীনস্ত শ্রমিকেরা কাজ করেও বঞ্চিত হয়েছে তাদের প্রাপ্য মুজুরি থেকে । অথচ শ্রমিকদের এই বকেয়া মজুরি পাইয়ে দেওয়ার নাম করে ইতিমধ্যেই তরজায় নেমেছে তৃণমূল-বিজেপি । বকেয়া মজুরি না পেয়ে বহু শ্রমিক ঋণগ্রস্ত হয়ে পড়েছে । এমনকি অনাহারে দিন গুজরান করতে হচ্ছে অসংখ্য শ্রমিক পরিবারকে । ক্রমশ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে তাদের জীবন জীবিকা । বাধ্য হয়েই ক্ষেতমজুর ও জবকার্ডধারী শ্রমিকেরা মিছিল করে এসে গণ-ডেপুটেশন দেয় বাঁকুড়া জেলার ১নং ব্লকের বিডিওকে । মিছিলের মূল স্লোগান ছিল "কেন্দ্র-রাজ্য বুঝি না, কাজ দাও মজুরি দাও"।

  এপ্রসঙ্গে এদিন এক বিবৃতি জারি করে সংগঠনের পক্ষে বলা হয়,"শুধু মজুরি বকেয়া নয়, আচুড়ী অঞ্চলের দেবিপুর মৌজায় ২৫টি ভূমিহীন তফশিল জাতির (বাউরি) পরিবার দীর্ঘদিন ধরে বংশানুক্রমিক ভাবে বনের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করলেও, সম্প্রতি বনদপ্তর থেকে উচ্ছেদের নোটিশ পাঠিয়ে তাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে"। অবিলম্বে সরকারকে এবিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি করেছেন ক্ষেতমজুর সংগঠনের কর্মীরা । 

  পাশাপাশি, পুয়াবাগান  থেকে দুবরাজী যাওয়ার রাস্তা সংস্কারের দাবি তোলে সংগঠন, এই রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে গেছে, অথচ এই রাস্তাটি বাঁকুড়া শহর সংলগ্ন অনেক গুলো গ্রামের একমাত্র যোগাযোগের মাধ্যম ।  

  এদিনের সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির জেলার দায়িত্বশীল নেতা কমরেড সোমনাথ বাস্কে, সিপিআই (এমএল) লিবারেশনের স্থানীয় নেতা কমরেড দীনবন্ধু মাল, দলের জেলা সম্পাদক কমরেড বাবলু ব্যানার্জী প্রমুখ ।

Post a Comment

0 Comments