ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

Sourav Ganguly লন্ডনে সৌরভের জন্মদিনে বলিউডি গানের তালে মাতলেন মহারাজ

নিজস্ব প্রতিবেদক : লর্ডসেই পেয়েছিলেন জীবনের প্রথম সেঞ্চুরি। লর্ডস দেখেছে জামা খুলে সৌরভের সেই দাদাগিরিও। এবারও লন্ডন সাক্ষি থাকল তেমনই এক ঐতিহাসিক দৃশ্যের। জীবনের হাফ সেঞ্চুরীতে পৌঁছে বল্ধু বান্ধব ও স্ত্রী ডোনা, কন্যা সানার সঙ্গে  রাতভর লন্ডনের রাস্তায় বলিউডি গানের সঙ্গে ভাংড়া নাচলেন বার্থ ডে বয় সৌরভ ।

 ভালো করে দেখুন, গ্রে কালারের স্কিন টাইট জিনস আর একই রঙের জ্যাকেট, মাথায় নীল টুপি আর পায়ে কালো স্নিকার্স পড়া এই ভদ্রলোক কে চিনতে পারছেন? চিনতে পেরেছেন নিশ্চই এতোক্ষণে! ঠিকই ধরেছেন ইনি বাঙালির অন্যতম সেরা আইকন, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক, বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ৫০ তম জন্মদিনে স্ত্রী ডোনা আর কন্যা সানাকে নিয়ে লন্ডনের রাস্তায় বলিউডি গানের সঙ্গে উদ্দাম ভাঙ্গা নাচে মাতলেন মহারাজ। বাবার এমন কান্ড কারখানা দেখে হতবাক সানা বসেই পড়ল রাস্তার ধারের ফুটপাথে। একটু পরে হাত ধরে সাধ্য সাধনা করে সানাকে নিয়ে এলেন সৌরভ। একটু দুরে দাড়িয়ে তখন বাবা-মেয়ের কান্ড দেখে হাসছেন ডোনা।

সাধারণত জন্মদিন বেহালার বাড়িতেই কাটান সৌরভ। তবে এবার সানা লন্ডনে . তাই মেয়ের সঙ্গে এই বিশেষ দিন কাটানোর এই সিদ্ধান্ত মহারাজের । কাকতালীয় হলেও, এই মুহূর্তে লন্ডনে রয়েছেন ভারতীয় ক্রিকেটের অনেক রথী-মহারথী। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, হরভজন সিংহরা সবাই রয়েছেন। সচিন ও সৌরভকে শুভেচ্চা জানিয়ে যান।  লর্ডসেই পেয়েছিলেন জীবনের প্রথম সেঞ্চুরি। লর্ডস দেখেছে জার্সি খুলে সৌরভের সেই দাদাগিরিও। এবারও লন্ডন সাক্ষি থাকল তেমনই এক ঐতিহাসিক দৃশ্যের। জীবনের হাফ সেঞ্চুরী স্পর্শ করে তেমনই দাদাগিরিতে মত্ত বার্থ ডে বয় মহারাজ ।

Post a Comment

0 Comments