নিজস্ব প্রতিনিধি , কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের SSKM পাঠানোর সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শনিবার রাতেই হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে জরুরি ভিত্তিতে শুনানির আবেদ জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার বিশেষ আদালতে মামলার শুনানি সম্ভাবনা।
পার্থ চট্টোপাধ্যায়ের SSKM পাঠানোর সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ED। শনিবার রাতেই হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয় ED এর তরফে। বিশেষ আদালত চেয়ে প্রধান বিচারপতি'র দ্বারস্থ হয় তারা। রবিবার কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চে শুনানির সম্ভাবনা। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তির নির্দেশ দেয় বাঙ্কশ্যাল আদালত। যদিও আলিপুর কামান্ডো হাসপাতালে ভর্তির আবেদন জানায় ইডি। সেই আবেদনকে খারিজ করে দেয় নিম্ন আদালত ।এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি।
কলকাতা হাইকোর্ট মামলার শুনানি শেষ । রায়দান স্থগিত রেখেছে আদালত।
এর আগেও এই অভিযোগ উঠেছিল কোন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করলেই তারা তৎক্ষণাৎ অসুস্থ বলে এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে যান। কলকাতা হাইকোর্টে এ নিয়ে সওয়াল জবাব করেছিলেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাকারীর আইনজীবীরা। যার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যদি সিবিআই পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করে সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না।
0 Comments