ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রাষ্ট্রীয় পরিবহন শিল্পে দুর্নীতির বিরুদ্ধে AICCTU-এর অবস্থান

ভুয়ো এজেন্সির মাধ্যমে টাকার বিনিময়ে শ্রমিক নিয়োগের তদন্তের দাবি জানালো AICCTU

বিশ্বরূপ দে : রাষ্ট্রীয় পরিবহন শিল্পের নেতা-মন্ত্রী ও আমলাগন কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি ও কর্তৃপক্ষের শ্রম আইন বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার দাবিতে বুধবার (২৪/৮/২২) ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে অবস্থান ও সভা সংঘটিত করতে চলেছে AICCTU । সভার পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে পরিবহন মন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হবে বলেও জানিয়েছে সংগঠন নেতৃত্ব । 

 এবিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড দিবাকর ভট্টাচার্য এক বিবৃতি জারি করে বলেন,"রাষ্ট্রীয় পরিবহন শিল্পের প্রায় ৪৫০ কাঠা জমি মাত্র ২৫০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে । সেই টাকা পরিবহন শিল্পের পুনরুজ্জীবনে ব্যয় না করে কোন খাতে খরচ করা হয়েছে, তা এখনো সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি"। ওই জমি হস্তান্তর এবং টাকা লেনদেনে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার তদন্তের দাবি জানিয়েছে AICCTU নেতৃবৃন্দ । পাশাপাশি, ভুয়ো এজেন্সি মারফত হাজার হাজার টাকার বিনিময়ে যেভাবে শ্রমিক নিয়োগ করা হয়েছে তার বিরুদ্ধেও তদন্তের দাবি করে সংগঠন । 

 শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এও দাবি করা হয় যে, শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ১৪ জন কর্মীকে কাজে পুনর্বহাল করার চুক্তি অমান্যকারী কর্তৃপক্ষের শাস্তি সহ প্রায় তিন শতাধিক ছাঁটাই কর্মীকে কাজে ফিরিয়ে নিতে হবে এবং অবিলম্বে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া টাকা, গ্র্যাচুইটি ও পেনশন চালুর বন্দোবস্ত করতে হবে । অন্যথায় বৃহত্তর শ্রমিক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন AICCTU-এর রাজ্য সম্পাদক কমরেড দিবাকর ভট্টাচার্য ।

Post a Comment

1 Comments

  1. OBSERVE DEMANDS WEEK
    ( 20--- 26August, 2022 ) In Remembrance Of Historical 5 Days Strike in the year, 2019 Against Corporatisation Of Defence Industry And To Raise Workers Voice Demanding. 1.Repeal NPS By Restoring OPS. 2.Immediately Withdraw Draconian EDSA.
    3.No Corporatisation ,No Privatisation. Restore Old Set Up Of OFB. 4.Normalise And Democratise Working Condition For Fair Industrial Relations In the Factory. 5.Arrange Sufficient Work Load.Protect Pay Packet Of Workers. 6.No Unscientific Curtailment Of Job Rate.
    7.Implement Cashless Treatment ln GSF For Employees Benefits.

    NPDEF - Workers Union - AICCTU
    --------

    ReplyDelete