ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পরিবহন শিল্পে দুর্নীতির প্রতিবাদে রাজপথে শ্রমিক সংগঠন AICCTU

 সংগঠনের চাপে দুর্নীতি খতিয়ে দেখার আশ্বাস দিল পরিবহন মন্ত্রী

বিশ্বরূপ দে  : পরিবহন শিল্পে দুর্নীতির প্রতিবাদে ও শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশীষ চক্রবর্তীকে ডেপুটেশন দিল AICCTU ও "ALL WEST BENGAL STATE TRANSPORT SANGRAMI SRAMIK KARMACHARI UNION"।

  দীর্ঘদিন ধরেই রাস্তায় রাজ্য সরকারি বাস দেখতে পাওয়া যাচ্ছে না । তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সরকারি বাস চালানো একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে । ডিপোগুলিতে শত শত বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে । যাত্রীরা বাধ্য হয়ে প্রাইভেট বাসে চড়ে যাতায়াত করছেন । আর সেই সুযোগে প্রাইভেট বাস মালিকরা তাদের ইচ্ছামত যাত্রী ভাড়া নিচ্ছে । পাশাপাশি, ট্রাম রুটগুলি দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে । ফলে নাজেহাল হচ্ছে যাত্রীগণ । 

  প্রসঙ্গত উল্লেখ, বহুদিন আগে থেকেই বেসরকারি সংস্থাকে রুট এবং টিকিট বেচার বরাত পাইয়ে দেওয়া হয়েছে । বর্তমানে স্থায়ী পদ খালি থাকা সত্ত্বেও ঠিকাদারি সংস্থার মাধ্যমে অত্যন্ত কম মজুরিতে হাজার হাজার অস্থায়ী বা কন্ট্রাক্ট কর্মী নিয়োগ করা হয়েছে । যাদের চাকরির কোন নিরাপত্তা নেই, নেই কোন সামাজিক সুরক্ষা । যখন তখন তাদের বেআইনি ভাবে ছাঁটাই করা হচ্ছে । অন্যদিকে সরকারের শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক চুক্তিকেও ম্যানেজমেন্ট অমান্য করছে । রাজ্য সরকারের শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ১৪ জন শ্রমিককে কাজে ফিরিয়ে নেওয়ার চুক্তি WBTC কর্তৃপক্ষ অমান্য করছে । এমনকি স্থায়ী শ্রমিকদের উপরও চলছে লাগামছাড়া অত্যাচার । কয়েকটা সংস্থায় মাঝে মধ্যেই মাসিক বেতন থেকে অন্যায় ভাবে পঁচিশ শতাংশ অর্থ কেটে নেওয়া হচ্ছে । অবসরপ্রাপ্ত শ্রমিকরা তাঁদের বকেয়া টাকা, পেনশন পাচ্ছেন না । এসবের বিরুদ্ধে প্রতিবাদ করলে ম্যানেজমেন্ট এবং স্থানীয় গুন্ডাদের আক্রমণের শিকার হচ্ছেন সংস্থার শ্রমিকেরা । 

  বিগত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে শুধুমাত্র ট্রাম কোম্পানির প্রায় সাড়ে চারশো কাঠা জমি ( শহরের গুরুত্বপূর্ণ এলাকার) মাত্র আড়াইশো কোটি টাকায় ব্যক্তি মালিকানাধীন সংস্থার হাতে তুলে দেওয়া হয় । সেই টাকা পরিবহন শিল্পের পুনরুজ্জীবনের জন্য খরচ করা হল না । এমনকি সেই টাকা কোন খাতে ব্যয় করা হল তা আজও রাজ্যের মানুষের কাছে অজানাই রয়ে গেল । এসমস্ত বিষয়ে শুক্রবার(২৬/৮/২২) রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশীষ চক্রবর্তীর সাথে AICCTU অন্তর্ভুক্ত "অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন"-এর এক বৈঠকে হয় । ওই বৈঠকে উপস্থিত ছিলেন, AICCTU-এরপক্ষে কমরেড অতনু চক্রবর্তী, দিবাকর ভট্টাচার্য, পরিবহন ইউনিয়নে পক্ষ থেকে ছিলেন গৌরাঙ্গ সেন, আয়ুব আলি সরদার, রাজু দাস । বৈঠকের পর প্রতিনিধিদলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয় । 

  পরিবহন মন্ত্রীকে দেওয়া ওই দাবিপত্রে বলা হয় - 

★ রাজ্য সরকারের শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ১৪ জন শ্রমিককে কাজে ফিরিয়ে নেওয়ার জন্য অনুগ্রহ করে WBTC কর্তৃপক্ষকে নির্দেশ জারী করুন ।

★ অবসরপ্রাপ্ত সকল কর্মীকে কাজের পূর্ণ সময়কালের গ্র্যাচুইটি, পেনশন দিতে হবে । 

★ রাষ্ট্রীয় পরিবহন শিল্পের জমি বিক্রির টাকা পরিবহন শিল্পের পুনরুজ্জীবনে ব্যয় করতে হবে । কোটি কোটি টাকার তদন্ত  করতে হবে ।   

★ অবিলম্বে সমস্ত ছাঁটাই শ্রমিকদের কাজে ফিরিয়ে নিতে হবে । নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত করতে হবে । রাষ্ট্রীয় পরিবহন শিল্পে শ্রমিক যোগানকারী ঠিকাদার কোম্পানিগুলির বৈধতা তদন্ত করতে হবে ।

★ স্থায়ী শ্রমিকদের উপর কাজের বোঝা বাড়ানো চলবে না । শ্রমিকদের পূর্ণ বেতন দিতে হবে । বেতন থেকে কেটে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে । সকল সংস্থার কর্মচারীদের পে-শ্লিপ দিতে হবে । অসুস্থ শ্রমিকরা সংস্থার নির্দিষ্ট দোকান থেকে যাতে নিয়মিত ওষুধ পান তার ব্যবস্থা করতে হবে ।

★ ডিপোতে বসিয়ে রাখা বাসগুলিকে রাস্তায় নামাতে হবে । দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা ট্রাম রুটগুলি চালু করতে হবে।  

★ চুক্তি প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে । সমস্ত অস্থায়ী, ঠিকা শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে । সম কাজে সম মজুরি দিতে হবে । 

★  সংস্থার সমস্যা সংক্রান্ত বিষয়ে সকল ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে হবে ।

★ ম্যানেজমেন্ট ও এলাকার গুন্ডাদের আঁতাত বন্ধ করতে হবে । সন্ত্রাস সৃষ্টিকারী ম্যানেজমেন্ট ও এলাকার গুন্ডাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে । 

★ রাষ্ট্রীয় পরিবহন শিল্পেকে বেসরকারিকরণ করা চলবে না ।

  সংগঠনের প্রতিনিধিদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা ও দাবিপত্র গ্রহণ করার পর প্রতিটা বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশীষ চক্রবর্তী ।

Post a Comment

0 Comments