ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কল্যানী AIIMS এর বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগে তদন্ত চালানো নিয়ে সিআইডিকে কি নির্দেশ হাইকোর্টের ?

 

নিজস্ব প্রতিনিধি ঃ কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডিকে কেন্দ্রের অনুমতি নিতেই হবে। সোমবার কল্যানী AIIMS এর বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগে তদন্ত চালানো রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডিকে একথা জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । এর ফলে কিছুটা বিপাকে পড়ল সিআইডি। এমনটাই মনে করছেন আইনজ্ঞরা।

 দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডিকে কেন্দ্রের অনুমতি নিতেই হবে । কল্যানী AIIMS এ বেআইনি নিয়োগের অভিযোগে তদন্ত চালানো সিআইডি কে এই মর্মে সতর্ক করলো কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডিকে একথা জানিয়ে দেয় ।

এর ফলে কল্যানী AIIMS এ নিয়োগ দুর্নীতির তদন্ত চালানোর ক্ষেত্রে কিছুটা বিপাকে পড়ল  সিআইডি। এমনটাই অভিমত অভিজ্ঞ আইনজীবীদের। কিন্তু কেন এই মামলায় কেন্দ্রের অনুমতি প্রয়োজন ? আসলে গত শুনানিতে কেন্দ্রের আইনজীবী অভিযোগ করেন, কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি। দুর্নীতি দমন আইনের ১৭ (এ), ধারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও কেন্দ্রীয় কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে তদন্ত বা জিজ্ঞাসাবাদ করা যায় না। কেন্দ্রের আইনজীবীর এই ব্যাক্ষা মেনে নেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে এক্ষেত্রে কল্যাণী এমসের কর্মীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রেও কেন্দ্রের অনুমতি নিতে হবে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডিকে। হাইকোর্টের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

  কল্যানী এমসে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক এবং কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধেই। ‘বেআইনি ভাবে  ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়া’র অভিযোগ রয়েছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর জানা এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে । হাইকোর্টের এই রায়ে তাই উল্লসিত পদ্ম শিবির।

এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে  সিআইডির আইনজীবি অমিতেষ বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান।  বুধবার ২৪ আগস্ট এই মামলা ফের  শুনানি হাইকোর্টে ।

Post a Comment

0 Comments