Left intellectuals on the road against SSC recruitment corruption
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বাম বুদ্ধিজীবীদের ডাকা মিছিল দেখল মহানগর কলকাতা। সোমবার এই মিছিল শুরু হয় ভিক্টোরিয়া হাউস থেকে। গিয়েছে গান্ধী মূর্তি পর্যন্ত। বিশিষ্ট বুদ্ধিজীবীরা ছাড়াও মিছিলে অংশ নিয়েছিলেন বাম নেতৃত্ব।
এসএসসি দুর্নীতির বিরুদ্ধে বাম বুদ্ধিজীবীদের ডাকা মিছিলে ভালই সাড়া মিলল। এক ঝাঁক বুদ্ধিজীবী ছাড়াও এদিন মিছিলে উপস্থিত ছিলেন বাম দলগুলির শীর্ষ নেতৃত্ব। মিছিলের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন চন্দন সেন ,বাদশা মৈত্র ,অনীক দত্ত প্রমুখ অভিনয় ও পরিচালনা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। মিছিলে হাঁটেন বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য, শিক্ষাবিদ পবিত্র সরকার ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও শিক্ষাবিদদের ও মিছিলে অংশ নিতে দেখা যায়।
সিপিএমের শিষ্য নেতৃত্বের মধ্যে মোঃ সেলিম বিমান বসু সুজন চক্রবর্তী সকলেই উপস্থিত ছিলেন মিছিলে। বুদ্ধিজীবীদের নেতৃত্বে নাগরিক মিছিল হলেও মিছিলের মেজাজ ছিল আক্রমণাত্মক। ভিক্টোরিয়া হাউজের সামনে থেকে শুরু হয়ে মিছিল যায় গান্ধী মূর্তি পর্যন্ত।
0 Comments