ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মহাগাঠবন্ধনের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

নিজস্ব প্রতিনিধি ঃ  ২৪ ঘণ্টার মধ্যে ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার।  বুধবার পাটনার রাজভবনে নীতীশ কুমারকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান।  একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন লালু পুত্র তেজস্বী যাদব। 

 মঙ্গলবার বিকেল চারটেয় রাজভবনে গিয়ে বিজেপির সঙ্গ ছেড়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নীতীশ কুমার।  তার ঠিক ২২ ঘণ্টার মধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন জেডিইউ সুপ্রিমো।  সেই সঙ্গে বিহারের অষ্টমবারের মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ডও গড়লেন তিনি।  এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমারকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান।  এরপরই বিহারের উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন লালু পুত্র তেজস্বী যাদবভ।  দিন কয়েকের মধ্যেই বাকি মন্ত্রীরাও শপথ নেবেন বলে আরজেডি সূত্রের খবর।  পাটনার রাজনৈতিক মহলে ঘোরা ফেরা করছে আগের বারের মহাগাঠবন্ধনের মন্ত্রীরাই এবারের মন্ত্রীসভায় স্থান পেতে চলেছেন।  অর্থ ও স্বরাষ্ট্র সহ ২০ টি মন্ত্রক পেতে পারে লালু প্রসাদ যাদবের আরজেডি। 

মন্ত্রী সভায় থাকতে পারেন জেডিইউ-র ১১ থেকে ১৩ জন ।  কংগ্রেস পেতে পারে চারটি মন্ত্রক।   জিতনরাম মাঝির দল হিন্দুস্তান আওয়াম মোর্চা পেতে পারে ১ টি মন্ত্রক{ লিবারেশন নেতৃত্বাধীন বামেরা বাইরে থেকে নীতীশকে সমর্থন করছে।  ফলে তারা মন্ত্রিসভায় থাকছে না।  বিহার বিজেপির নেতা সুশীল মোদি অবশ্য মহাগাঠবন্ধন জোটকে তীব্র আক্রমন করে বলেছেন বিহারের জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন নীতীশ কুমার এনং তেজস্বী যাদব। 

Post a Comment

0 Comments