ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কেষ্টর গ্রেফতারির পর ওন্দায় গরু নিয়ে মিছিল বিজেপির

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া  : অনুব্রত মণ্ডলের গ্রেফতারে বাঁকুড়ার ওন্দায় অভিনব মিছিল বের করল বিজেপি। আর গরু চুরির ভয় নেই, গরু চোর ধরা পড়েছে। এই স্লোগান তুলে পথ চলতি মানুষকে নকুল দানা ও বাতাসা বিলি করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

 শুক্রবার সকালে ওন্দা বাজারে অভিনব মিছিল বের করেন বিজেপি কর্মী সমর্থকরা। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর রাস্তাতে নেমে গুড়-বাতাশা- নকুলদানা বিলি করলেন বিজেপি কর্মীরা । এদিন গরুর গলায় প্লাকার্ড ( Placards on the cow's neck) ঝুলিয়ে মিছিল করেন তারা। গরুর গলায় প্লাকার্ডে লেখা ছিল আর আমাদের ভয় নেই, গরু চোর ধরা পড়েছে । অভিনব এই মিছিলে উপস্থিত ছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ।

পথ চলতি মানুষকে নকুল দানা ও বাতাসা বিলি করেন বিজেপি কর্মী-সমর্থকরা। বাজানো হয় ঢাকও ।

Post a Comment

0 Comments