ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

অনুব্রতকে চিকিৎসার জন্য বীরভূমের বাড়িতে পাঁচ সদস্যের মেডিক্যাল টিম

five member medical team at anubrata mandal house

নিজস্ব প্রতিনিধি : বাড়িতেই চিকিৎসা শুরু হল অনুব্রত মণ্ডলের।মঙ্গলবার সকালে অনুব্রতকে দেখতে আসেন বোলপুর হাসপাতালের জেনারেল সার্জেন্ট। তিনি দীর্ঘক্ষণ অনুব্রত মণ্ডলের চিকিৎসাকরেন করে জানিয়েছেন শারীরিক সমস্যা ছাড়াও মানসিক অবসাদে ভুগছেন তিনি ।

 সিবিআইয়ের দশম সমন এসেছে সকালে। সকালেই অনুব্রত মণ্ডলকে দেখতে তাঁর বাড়িতে যায় বোলপুর মহকুমা হাসপাতালের পাঁচ সদস্যের মেডিক্যাল টিম। পরীক্ষা-নিরীক্ষার পর বীরভূমের তৃণমূল জেলা সভাপতির শারীরিক সমস্যার কথা জানালেন চিকিৎসক । তিনি জানান, অনুব্রতের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক অসুখ রয়েছে। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে অর্শের সমস্যা। আগে এক বার অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু বর্তমানে অনুব্রতের শারীরিক পরিস্থিতি দেখে আর অস্ত্রোপচার করতে চান না তাঁরা। 

এছাড়াও অনুব্রতের খাওয়া-দাওয়াতেও বিধিনিষেধ রয়েছে। ডায়াবেটিস রোগীকে যে সব খাবার খেতে নিষেধ করা হয়, অনুব্রতের ক্ষেত্রেও সেটাই রয়েছে। আর অর্শের সমস্যার জন্য ফল এবং জল বেশি করে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। উল্লেখ্য, গরুপাচার মামলায় নিজাম প্যালেসে যাওয়ার ডাক পড়েছে অনুব্রতের। চিকিৎসকেরা জানিয়েছেন, তৃণমূল নেতা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছেন তিনি।


Post a Comment

0 Comments