ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

নিম্নচাপের জের, ১১ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গে, ভাসতে পারে কলকাতা

today's weather

নিজস্ব প্রতিনিধি , কল্কাতাঃ     বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়িয়ে গভীর থেকে গভীরতর হচ্ছে নিম্নচাপ। এর জেরে ৯ অগাস্ট থেকে ১১ অগাস্ট দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলবর্তী দুই জেলায়। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সতর্কতা।

আবহাওয়া আধিকারিক জানিয়েছে্‌ বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়ে উড়িষ্যা উপকূলে বিরাজ করছে। এই নিম্নচাপের ফলে ৯ থেকে ১১ তারিখ দক্ষিণ বঙ্গে সব জেলা তে বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী ৯ থেকে ১১ তারিখ।

এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলায় মাঝারী ধরনের বৃষ্টি হবে। উপকূলের জেলাগুলোতে দমকা হাওয়া থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি, ১০ তারিখ এবং ১১তারিখে সকালের দিকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে, দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ১২ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। আবার ১৩ তারিখ খানিকটা বৃষ্টি বাড়বে। আগামী ১১তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা।

 দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলতি সপ্তাহে অনেকটাই মিটবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। উপকূলের জেলাতে এই নিম্নচাপের ফলে বৃষ্টি চাষবাসে অনেকটা সুরাহা হবে। আজ ও আগামিকালের বৃষ্টিতে কলকাতা এবং হাওড়াতে নিচু এলাকায় জল জমে যাওয়া সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারি বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Post a Comment

0 Comments