নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দক্ষিণ কলকাতা ছেয়ে গেল নতুন তৃণমূলের হোর্ডিংয়ে। হোর্ডিং থেকে বাদ খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। হোর্ডিং জুড়ে শুধুই আভিষেক। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।প্রশ্ন উঠতে শুরু করেছে দলের ভেতরে ও বাইরে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দলের সদ্য বহিস্কৃত মহাসচিবের নাম জরিয়েছে। গরু পাচার কান্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে বীরভূমের জেলা সভাপতিকে। সম্পত্তি বিদ্ধির তালিকায় একাধিক নেতা মন্ত্রীর নাম উঠে আসছে। বঙ্গ রাজনৈতিক মহলের দাবী সব মিলে অস্বস্থিতে বাংলার শাসক তৃণমূল কংগ্রেস। দলে অস্তিত্ব সঙ্কটে বলে দাবি করছে বিরোধীরা। এই পরিস্থিতিতেই দক্ষিণ কলকাতা ছেয়ে গেল নতুন তৃণমূলের হোর্ডিংয়ে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাড়ায় হোর্ডিং, ব্যাকগ্রাউন্ডে সবুজের প্রলেপ থেকে প্রতীকচিহ্ন জোড়াফুল, সবকিছুই রয়েছে তাতে। নেই শুধু দলনেত্রী মমতা। বরং হোর্ডিং জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। হোর্ডিং চোখে পড়ার পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ হোর্ডিংয়ে লেখা আছে, আগামী ছ’মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকে লাগানো আরেকটা হোর্ডিংয়ে লেখা রয়েছে, মানুষ যেভাবে চায়, সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল। বাম সরকারের আমলে শোনা যেত, ‘বামফ্রন্টের বিকল্প- উন্নততর বামফ্রন্টে’র কথা। আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা নতুন তৃণমূল ! যা নিয়ে ফের একবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভেদের জল্পনা উস্কে দিয়েছে বিরোধীরা।
0 Comments