ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মাংসের সাথে বিষ মিশিয়ে সারমেয় হত্যা, গ্রেফতার ২

 পথ সারমেয় হত্যার অভিযোগে বাঁকুড়ায় গ্রেফতার দুই ব্যক্তি

বিশ্বরূপ দে-এর বিশেষ প্রতিবেদন

       বিষ খাইয়ে পথ সারমেয়দের হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে পেশ করা হবে ।

  বাঁকুড়া জেলার কোতুলপুর থানা অন্তর্গত দেশরা-কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের বনমুখ গ্রামে অশোক পাল ও তার বাবা স্বপন পাল একটি মৃত ছাগলের মাংসে উচ্চ ক্ষমতার বিষ মিশিয়ে এলাকার বেশ কিছু সারমেয়কে হত্যা করে । তাদের মধ্যে কয়েকটি সারমেয় এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । 

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় কোতুলপুর থানার পুলিশ । পুলিশ আসার খবর পেয়ে গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে ওই দুই ব্যক্তি । গ্রামে পৌঁছে ঘটনার বিবরণ শুনে ও অভিযুক্তদের সম্পর্কে স্থানীয় মানুষকে জিজ্ঞাসাবাদ করার পর, গোটা গ্রাম জুড়ে প্রায় দুঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে শেষমেষ দুই পাষন্ডকে খুঁজে বের করে গ্রেফতার করেছে কোতুলপুর থানার পুলিশ । পাশাপাশি অসুস্থ সারমেয়গুলির চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে ।

  অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির প্রিভেনশন অফ ক্রুয়েলটি অন এনিম্যাল আইন ১৯৬০ অনুসারে মামলা দায়ের করা হয়েছে । বৃহস্পতিবার (১৮/৮/২২) অভিযুক্তদের বিষ্ণুপুর আদালতে পেশ করা হবে ।

Post a Comment

0 Comments