নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা : বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে উত্তেজনা। তৃণমূল কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে রবিবার এই ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হয় সকাল থেকেই। বিরোধীদের অভিযোগ দেদার ছাপ্পা ভোট দিচ্ছে শাষক দল যদিও বাম, বিজেপি কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
পুরসভার উপ নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগে উত্তেজনা ছড়াল বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডে। তৃণমূল কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে দির্ঘ দিন খালি ছিল বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ। রবিবার সকাল সাতটায় শুরু হয় ভোট গ্রহণ ।
১৪ নম্বর ওয়ার্ডের কবি কেশব লাল বিদ্যাপীঠের সামনে নিরাপত্তারক্ষীদের সামনে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনা ছড়ায় বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের সামনেও। বাম প্রার্থী ধৃতিমান পালের অভিযোগ পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট দিচ্ছে রাজ্যের শাসক দল।
কংগ্রেস প্রার্থী প্রভাস পালের অভিযোগ তাঁকে বুথের মধ্যেই প্রাণনাশের হুমকি দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা।
অবিলম্বে ছাপ্পা ভোট বন্ধে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা না নিলে তারা আন্দোলনে নামবেন বলে হুমকি দেন বিজেপির প্রার্থী অরূপ কুমার পাল ।
তৃণমূল প্রার্থী পাপাই রাহার অভিযোগ বিজেপিই বহিরাগতদের নিয়ে এসে গণ্ডগোল করার চেষ্টা করছে।
এলাকায় উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। ১৪ নম্বর ওয়ার্ডে মোট বুথ সংখ্যা ৬ টি । মোট ভোটার ৪৭৭৬ । এরমধ্যে পুরুষ ভোটার ২৪০৩ জন আর মহিলা ভোটার ২৩৭৩ জন। ভোট কেন্দ্রের দায়িত্বে রয়েছেন ৫ জন ইন্সপেক্টর, ২৫ জন অফিসার ও ১০৯ জন কনস্টেবল। বনগাঁর এস ডি ও জানিয়েছেন ৬ টি বুথে শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসন প্রস্তুত ।
0 Comments