নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সোমবার বিজেপির নবান্ন অভিযানের ভবিষ্যত ঠিক করতে বৈঠকে বসে বঙ্গ বিজেপি। আগামী ৭ সেপ্টেম্বর পূর্বঘোষিত বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি হচ্ছে না বলে সূত্রের খবর।
নবান্ন অভিযান কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে বঙ্গ বিজেপি। এই নিয়ে গেরুয়া শিবির প্রকাশ্যে ঘোষণা না করলেও রাজ্য বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ৭ সেপ্টেম্বর পূর্বঘোষিত নবান্ন অভিযান কর্মসূচি হচ্ছে না। বিজেপি সূত্রে খবর, কর্মসূচি পিছিয়ে ১৩ সেপ্টেম্বর করার কথা ভাবা হচ্ছে। এই বিষয়ে আলোচনা করতে সোমবার হেস্টিংসে দলীয় কার্যালয়েও বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক প্রথম সারির নেতা। সোমবার সুকান্ত মজুমদার এই বৈঠক প্রসঙ্গে বলেন, নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে বৈঠক আলোচনা হবে
কর্মসূচি স্থগিত করে দেওয়া নিয়ে দলের একাংশ ক্ষুব্ধ রাজ্য বিজেপির ক্ষমতাসীন শিবিরের উপর। হাঁকডাক করে ঘোষণার পরও এতবড় কর্মসূচি স্থগিত করে দেওয়ায় দলের কাছেই ধাক্কা বলে মত বিজেপির ওই একাংশের। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নবান্ন অভিযানের ডাক দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব।
0 Comments