ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বঙ্গে ফের আসছে নিম্নচাপ, ভাসতে পারে কোলকাতাও

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ  আবার নিম্নচাপের ভ্রুকটি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেকটি গভীর নিম্নচাপ। যার জেরে বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল বৃষ্টিপাতের সম্ভবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। তবে উত্তর বঙ্গে বৃষ্টিপাতের সম্ভবনা কম।  

নিম্পছাপের জেরে চলতি সপ্তাহেই আবার বৃষ্টিতে ভাসতে পারে তিলত্তমা কলকাতা সহ গাঙ্গেও ও উপকূলীয় বঙ্গ।এমন খবর দিল হাওয়া আফিস। মঙ্গলবার থেকেই মেঘলা রাজ্যের বিভিন্ন জেলা। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। উপকূলবর্তী এলাকা, বিশেষত সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের বহু নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকেছে গ্রামে। ভিটেছাড়া হয়েছে বহু পরিবার। গতকাল অর্থাৎ সোমবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। দেখা মিলেছিল রোদের। এরই মাঝে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।

 আলিপুর আবহাওয়া দপ্তরের সুত্রে খবর, এই নিম্নচাপের প্রভাবে ওড়িশায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর বৃষ্টি চলবে। শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। 

 নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 প্রসঙ্গত, শ্রাবণ শেষ। কিন্তু এখনও সেভাবে বর্ষা স্নাত হয়নি বাংলা। বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। নিম্নচাপের হাত ধরে খানিকটা বৃষ্টির ঘাটতি দূর হওয়ার সাম্ভাবনা রয়েছে। তবে এখনও বর্ষার ঘাটতি আনেকটাই। এখন ভরসা আগামী নিম্নচাপ।  

Post a Comment

0 Comments