ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সোনাগাছি যৌনকর্মী সন্তানদের নাটক মঞ্চস্থ হবে লণ্ডনে

নিজস্ব প্রতিনিধি : কলকাতা : সোনাগাছির যৌনকর্মীদের সন্তানরা পাড়ি দিচ্ছে সুদূর লণ্ডণে। তাদের নাচ গান নাটক দেখতে পাবে পশ্চিমী দুনিয়া।পশ্চিমী দুনিয়া পরখ করতে পাড়বে  ভারতীয় কৃষ্টি সংস্কৃতি।

সোনাগাছি যৌনপল্লীতে যৌনকর্মীদের সন্তানদের নিয়ে প্রতিষ্ঠিত হয় কমল গান্ধার নামে একটি সংগঠন। এই সংগঠনের সদস্যদের নিয়ে একটি  নাটকের দল গঠন করা হল। যৌনকর্মীদের সন্তান নিয়ে মানুষের বিভিন্ন রকম কৌতূহল রয়েছে। সমাজে ওরা এখনও অবহেলিত। বলতে গেলে পিছিয়েও পড়া জনজাতিদের মত ওদের জীবন যাপন। তাই কোমল গান্ধার ওদেরকে পিছিয়ে পরা সারি থেকে সামনের সারিতে নিয়ে আসছে। এই সংগঠনের প্রচেষ্টায় ওরা আর পাঁচ জন সাধারণ মানুষ এর মতই নাটক বা শিল্প কর্মে অংশগ্রহণ করবে। এই কোমল গান্ধারের কলা কুশলীরা আগামী দিনে পাড়ি দেবে বিদেশে। পশ্চিমী দুনিয়া পরখ করতে পাড়বে  ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ও নৃত্য। যৌনকর্মীদের সন্তানদের নিয়ে নাচ গান ও নাটকের কর্মশালার আয়োজন করেন প্রার্থণা পুরকায়স্থ। তিনি লণ্ডন বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে গবেষণা করছেন। এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিব শক্তিসিতা ভট্টাচার্য।

বুধবার বারের এই আয়োজনে অংশ নেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। লণ্ডন বিশ্ববিদ্যালয়ে প্রার্থণা পুরকায়স্থের সহপাঠী ও শিক্ষার্থীদের সঙ্গে ওখানকার শিক্ষকদের তত্ত্বাবধানে নিত্য পরিবেশনা ও তালিম দেওয়ার ব্যবস্থা করা হবে।



Post a Comment

0 Comments