নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : কুণাল ঘোষ কি সত্যি সত্যি সৌমিত্র খাঁর মামা ? না হলে কেন কুণালকে মামা ডাকলেন সৌমিত্র খাঁ ? শুক্রবার জয়রামবাটি যাওয়ার পথে জয়পুরে বলেন, কুনাল ঘোষ হচ্ছে বাংলার মামা। তিনি যদি বিজেপিতে আসতে। চান এখনই চলে আসুন । পরে এলে আর জায়গা থাকবে না।
কুনাল ঘোষ আমাদের সবার মামা । মামাকে বিজেপিতে স্বাগত । শুক্রবার জয়রামবাটি যাওয়ার পথে জয়পুরে এমন কথাই বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । কিন্তু কেন এমন কথা বললেন সৌমিত্র খাঁ ? সাংবাদিকরা সৌমিত্র খার কাছে জানতে চান দিন কয়েক ধরে কুণাল ঘোষকে আর তৃণমূলের মুখপাত্র হিসেবে তেমন দেখা যাচ্ছে না । তার উত্তরে একথা বলেন । সঙ্গে তিনি আরও বলেন, আমরা বিজেপিতে তার জায়গা করার চেষ্টা করছি। পারে এলে হয়তো জায়গা থাকবেনা ।
দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে বেশ কয়েকদিন ধরেই মুখে কুলুপ এটেছেন কুনাল ঘোষ ।এক প্রকার তাকে সেন্সরই করেছে দল । ফলে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর যে কুণাল ঘোষ প্রকাশ্যে সোচ্চার হয়েছিলেন, অণুব্রত মণ্ডল গরু পাচার ইস্যুতে গ্রেফতারের পর দলের শীর্ষ নেতৃত্বের আদেশে সেই কুণালের মুখেই কুলুপ। যদিও তিনি দলের একনিষ্ঠ কর্মী বলে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ । তবে রাজনৈতিক মহলের মতে এই সেন্সরের ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ কুণাল ঘোষ। এবার তাই কুণাল ঘোষের সেই অস্বস্তিকর অবস্থাকেই বিধতে ছাড়লেন না বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ।
0 Comments