ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

দেশের নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত

 শনিবার দেশের উন পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত । রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু । উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রমনা । শুক্রবার প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতি রমনা । 

 শনিবার রাষ্ট্রপতি ভবনে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত । রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু । উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রমনা । উল্লেখ্য শুক্রবার প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতি রমনা । এদিন তারই স্থলাভিষিক্ত হলেন উদয় উমেশ ললিত । প্রধান বিচারপতি হিসেবে উদয় উমেশ ললিতই হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম জীবনে আইনজীবি হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং দেশের প্রধান বিচারপতি হলেন ।   2014 সালের 13 আগস্ট তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। শীর্ষ আদালতের বিচারপতিদের মধ্যে তিনিই এখন বয়জ্যেষ্ঠ। প্রথা অনুসারে উত্তরসুরীর নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রামনা।

সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন উদয় উমেশ ললিত। তার মধ্যে আছে তিন তালাক মামলার রায়ও। তিন তালাককে অবৈধ এবং সংবিধান বিরোধী বলেও রায় দেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে আসেন বাবরি মসজিদ মামলার ডিভিশন বেঞ্চ থেকেও। তার হাতেই এখন দায়িত্ব দেশের বিচার ব্যাবস্থার। 

Post a Comment

0 Comments