ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

অনিশ্চিত মহম্মদ আলি পার্কের দুর্গা পুজো ? কি জানাল পুরসভা

  

নিজস্ব প্রতিবেদক, কলকাতা :  জলাধারের উপরে কোনওভাবেই পুজোর অনুমতি নয়। মহম্মদ আলি পার্কের পুজো কমিটির সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন কলকাতা পুরসভার কর্তারা।  পুজো করতে হলে ফুটপাতের ওপরে পূজা করতে হবে জানাল পুরসভা ।

 আর কোনও অনিশ্চয়তা নয়। জলাধারের উপরে কোন পূজো করতে দেওয়া হবে না। মহম্মদ আলি পার্কের পূজো উদ্যোক্তাদের স্পষ্ট জানিয়ে দিল কলকাতা পুরসভা। সব মিলিয়ে অনুমতি ছাড়াই মন্ডপ তৈরি করে এখন যথেষ্টই বিপাকে পুজো উদ্যোক্তারা। সোমবার কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের ডিরেক্টর জেনারেল মৈনাক মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে করেন মহম্মদ আলি পার্ক দুর্গা পূজা কমিটির কর্তারা। সেখানে কলকাতা পুরসভার তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই পুরসভার জলাধারের উপরে পুজোর অনুমতি দেওয়া সম্ভব নয়। যেহেতু জলধারটি জরাজীর্ণ এবং অনেক পুরনো। প্রায় ৪০ লক্ষ গ্যালনের এই জলাধারের উপরে পুজোর মন্ডপ তৈরি করলে যে কোন সময় জলাধারটি ভেঙে পড়তে পারে। এদিন জল সরবরাহ বিভাগের ডিরেক্টর জেনারেল এর সঙ্গে বৈঠক করতে আসেন মহম্মদ আলি পার্কের পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা। বৈঠকের পর পুজো কমিটির যুগ্ম সম্পাদক বলেন, মঙ্গলবার কলকাতা পুরসভার সঙ্গে যৌথভাবে পরিদর্শন করা হবে। তারপরই আমাদের বিকল্প জায়গা খুঁজে নিতে হবে।  

কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জলাধারের উপরে যে মন্ডপ তৈরি করা হয়েছে তা খুলে ফেলতে হবে। জলাধারের উপরে মন্ডপ তৈরি করে পুজোর আয়োজন করলে সেখানে চাপ বাড়বে ।  যেকোনো সময় বড়সড় বিপত্তির আশঙ্কা থেকে যাচ্ছে। ভেঙে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ইঞ্জিনিয়ররা। পুরসভা সূত্রে খবর ভবিষ্যতেও আর জলাধারের উপর কোনো পুজো করার অনুমতি দেওয়া হবে না। ফলে এবার আদৌ মহম্মদ আলি পার্কের দুর্গা পুজো হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ।

Post a Comment

0 Comments