ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বজবজে সম্প্রীতির শিব পুজো

 Shiva Puja of Sampriti


নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শ্রাবন মাস হল বাবা বিশ্বনাথের মাস। এই সময় বহু ভক্ত দুর দুরান্ত থেকে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যান। দক্ষিণ ২৪ পরগনার বজবজের মানুষ, যারা অতদুর যেতে পারেন না, তারা জল ঢালেন কালিপুর জুট মিলের সামনের বহু প্রাচীন এই শিব মন্দিরে। 

 বাবার কাছে সবাই সমান। তাই বজবজ কালিপুর জুট মিলের এই  প্রাচীন শিব মন্দিরে বাবা বিশ্বনাথের পুজোয় মাতেন হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ-জন ।
আগে প্রাচীন এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করত, নিউ সেন্টাল জুটমিল কর্তৃপক্ষ। কয়েক বছর আগে জুট মিলটি বন্ধ হয়ে গেলে এর দায়িত্ব নেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রাম বালক সিং। বিগত দু বছর  করোনার জন্য বন্ধ ছিল শ্রাবন মাসের অনুষ্ঠান{ এবছর তাই ১৭ই শ্রাবণ দেবাদিদেব মহাদেবের পূজায় ভক্ত সমাগম হয়েছিল ভাল  কয়েক হাজার মানুষ ভিড় করেছিলেন বাবার মাথায় জল ঢালতে। গঙ্গায় স্নান সেরে স্থানীয় কালীবাড়ি  থেকে জল নিয়ে পায়ে হেঁটে, মিল গেটের মন্দিরে বাবা মহাদেবকে জল অর্পণ করেন অসংখ্য ভক্ত। পুজোর প্রধান উদ্যোক্তা স্থানীয় সমাজসেবী রাম বালক সিং কি বললেন চলুন শুনে নি ।

 সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ও ভাইস চেয়ারম্যান মহম্মদ মনসুর। সম্প্রীতির সুর শোনা গেল তার গলাতেও।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  হাসিবুর রহমান,  ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  ফুলু দে সহ বহু বিশিষ্ট মানুষ।

Post a Comment

0 Comments