weather update
নিজস্ব প্রতিনিধি , কলকাতা : বঙ্গে ফের নিম্নচাপের আশঙ্কা,পূর্বাভাস হাওয়া অফিসের।আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে নিম্নচাপটি অনেকটাই শক্তি বাড়িয়েছে। যার বর্তমান অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং যার বর্তমান অবস্থান ছত্তিশগড়।এই নিম্নচাপের ফলে ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রযেছে বলে জানাল হওয়া অফিস।
এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে মাঝেমধ্যেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই নিম্নচাপটি ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত যেহেতু সমুদ্রের উপরে থাকছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
দীর্ঘদিন ধরে বর্ষার অপেক্ষায় ছিল দক্ষিণবঙ্গ ,যা এবার শেষ হবে বলেই আশা করা যাচ্ছে। এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম । তাই আশা করা যাচ্ছে, উপকূলবর্তি জেলাগুলিতে নিম্নচাপের ফলে হওয়া বৃষ্টি চাষবাসে অনেকটাই সাহায্য করবে। তবে একইসঙ্গে এই বৃষ্টিতে কলকাতা সহ বিভিন্ন জেলায় জল জমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ।অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী কয়েক দিন পূর্বাভাস হাওয়া অফিসের।
0 Comments