Marijuana in oil tankers
নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি : পুরোনো তেলের ট্যাংকার, আটক করতেই একে একে উদ্ধার বিপুল পরিমান গাঁজা।গ্রেফতার কলকাতার দুই ব্যাক্তি।
বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শহর থেকে সামান্য দুর দিয়ে যাওয়া জাতীয় সড়কে এই সফল অভিযানটি করে।
জানা গিয়েছে, আসামের গৌহাটি থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিলো একটি ট্যাংকার, অগ্রিম খবর থাকায় তিস্তা সেতু পার করার পরেই পুলিশ গাড়িটিকে আটকায়, এর পরেই ভেসে উঠে সম্প্রতি চন্দন কাঠ মাফিয়াদের নিয়ে নির্মিত পুষ্পা সিনেমার মতো দৃশ্য,
আটক গাড়ির ওপর নিচ থেকে একে একে উদ্ধার হতে থাকে গাঁজার বালিশ।
আটক করা দুই ব্যাক্তি বিজয় চৌধুরী এবং জিতেন্দ্র ওঝা বর্তমানে কোলকাতার বাসিন্দা হলেও আদি ঠিকানা উত্তরপ্রদেশে, বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ডেপুটি ম্যাজিস্ট্রেট সুবলচন্দ্র বিশ্বাসের উপস্থিতে উদ্ধার হওয়া গাঁজা এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
উদ্ধার হওয়া গাঁজার পরিমান মাপার কাজ করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
0 Comments