two former advisors arrested by cbi in teacher corruption case
নিজস্ব প্রতিনিধি : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন দুই প্রাক্তন কর্তা । সিবিআই সূত্রে খবর ,তথ্য গোপন এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের। শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা কে গ্রেফতার করে সিবিআই (CBI Arrest )।
সিবিআইয়ের এফ আই আর এ এক নম্বরে নাম ছিল শান্তি প্রসাদ সিনহার এবং ৪ নম্বরে নাম ছিল অশোক সাহার।
এর আগে একাধিকবার সিবিআই শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআই তদন্তে নেমে অনেকবার তল্লাশি ও চালিয়েছে তাদের বাড়িতে।
এসএসসির নিয়োগ কমিটির কনভেনার ছিলেন শান্তি প্রসাদ সিনহা। অন্যদিকে প্রাক্তন সচিব ছিলেন অশোক সাহা।
সিবিআই সূত্রে খবর ,সিবিআই জিজ্ঞাসাবাদ এর সময় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে বিভিন্ন রকম ভুল তথ্য দিয়েছেন এই দুজন। উপদেষ্টা কমিটি কিভাবে গঠিত হয়েছিল তার সদুত্তর দেননি এই দুজন। বিভিন্ন সময় কাদের নির্দেশে কাজ হতো। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ঘটনায় তারা কতটুকু জানতেন। এসব বিষয়ে তারা এড়িয়ে গিয়েছেন বলে সিরিয়াস সূত্রে খবর।
আজ সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই আই এই দুজনকে । এই দুই প্রাক্তন উপদেষ্টা তথ্য গোপন করার চেষ্টা করছিলেন। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে গ্রেফতার করে ইডি।
হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও এসএসসির প্রাক্তন আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা এবং এসএসসির প্রাক্তন সচিব অশোক সাহার নাম ছিল।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের প্রথম গ্রেপ্তার ২ প্রাক্তন উপদেষ্টাকে।
0 Comments