নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি৷ আগামী শুক্রবার, ২ সেপ্টেম্বর সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ আদালতের নির্দেশ মেনেই এবার দিল্লির বদলে কলকাতায় তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ এছাড়াও অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর কে ও জিঙ্গাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠিয়েছে ই ডি ৷
ছাত্র সমাবেশের পরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র। সূত্রের খবর দিল্লি থেকে তদন্তকারী অফিসার-সহ একটি বিশেষ দল অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে আসছে । প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে ভবিষ্যদ্বানী করেছিলেন, “এই সভায় একটু আগেই অভিষেক খুব ভাল বক্তৃতা দিয়েছে, আমার মন বলছে, ওকে কাল না নোটিস ধরায় আবার। আগে তো ওকে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার বোধ হয় ২ বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে।”
তার চব্বিশ ঘণ্টা পরেই মঙ্গলবার সকালেই কয়লা পাচার কাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এর আগেও তলব করা হয়েছিল তাঁকে। একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। যা নিয়ে রীতিমতো শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন অভিষেক-রুজিরা। তাঁদের একটাই আবেদন ছিল, কলকাতাতেই যেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এবার তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি।
0 Comments