ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বিজেপির পরিবর্তিত নবান্ন অভিযান ১৭ সেপ্টেম্বর

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  ১৭ সেপ্টেম্বর  নবান্ন অভিযানের ডাক বিজেপির। ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। করম পুজা থাকার তারিখ  পরিবর্তন করা হয়। সোমবার হেস্টিংসে বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই বৈঠকে সিদ্ধান্ত হয়।

 ৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। প্রাথমিকভাবে ৭ সেপ্টেম্বর দিন ঠিক হয়েছিল। তবে রাজ্যের একটি বড় এলাকা জুড়ে সেদিন জনজাতি সমাজের করম পুজো পালিত হবে। রাজ্যের পশ্চিমাংশ এবং উত্তরবঙ্গের জনজাতি সমাজের আবেগের বিষয়টি মাথায় রেখে বিজেপি নবান্ন অভিযানের দিন পরিবর্তন করল। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার হেসিংসে দলীয় কার্যালয়েও বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, স্থানীয়ভাবে  করম পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দলের নেতা বিধায়রা।তবে আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো অভিযানে ‘চোরদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো’ দাবি নিয়ে লক্ষ লক্ষ বিজেপি কার্যকর্তা সামিল হবেন বলে দাবি সুকান্ত মজুমদারের।

Post a Comment

0 Comments