ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

১৯৯৮ সালে আরএসএস দ্বারা তৃণমূলের সৃষ্টি : নওসাদ সিদ্দিকী

নবান্নে মুখ্যমন্ত্রী ও সুব্রহ্মণ্যম স্বামীর একান্ত বৈঠকের তীব্র সমালোচনায় নওসাদ সিদ্দিকী 

বিশ্বরূপ দে : সংবাদ সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি রাজ্যের মুখ‌মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি'র প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর মধ্যে নবান্নে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল ও আরএসএসের চিরাচরিত গাঁটবন্ধন নতুন করে প্রকাশ্যে এসেছে বলে দাবি করেন বিধায়ক নওসাদ সিদ্দিকী । এবিষয়ে এক প্রেস বিবৃতি জারি করেছেন আইএসএফ বিধায়ক । 

  উক্ত বিবৃতিতে তিনি বলেন,"দুর্নীতির পাঁকে যখন গোটা তৃণমূল কংগ্রেস নিমজ্জিত, তখন এই বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সুব্রহ্মণ্যম স্বামী একজন ইসলামোফোবিক ব্যক্তিত্ব । অতীতে তাঁর ইসলাম বিদ্বেষী মন্তব্য ও আচরণ প্রচুর বিতর্ক তৈরি করেছে । বাবরি মসজিদ ইস্যু থেকে শুরু করে সাম্প্রতিক সিএএ-এনআরসি ইস্যুতে এই ব্যক্তির মন্তব্যে বারবার মুসলমান সম্প্রদায়ের প্রতি ঘৃণা ঝরে পড়েছে । তিনি অবিরত আরএসএস-এর এজেন্ডাকে সুচারুভাবে পরিবেশন করে চলেছেন । এহেন ব্যক্তির সঙ্গেই একান্ত বৈঠক করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কয়েকমাস আগেও দিল্লিতে গিয়ে তিনি বৈঠক করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে । ১৯৯৮ সালে আরএসএস তৃণমূল কংগ্রেস সৃষ্টি করেছে, এই সত্য ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয় বিভিন্নভাবে । কিন্তু সত্য কখনোই চেপে রাখা যায় না । তা কোন না কোনভাবে বেরিয়ে আসে । গতকালের ঘটনা তা আরো একবার প্রমাণ করলো"।

Post a Comment

0 Comments