নিজস্ব প্রতিনিধি : বিহারের রাজনীতিতে নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার । পাশাপাশি এনডিএ জোটও ছাড়লেন নীতীশ কুমার। ফের জেডিইউয়ের হাত ধরতে রাজি আরজেডি। কংগ্রেস আর বামেরাও জানিয়ে দিয়েছে নীতীশকে তারা সমর্থন করছেন।
রাজনীতিতে যে সবই সম্ভব মঙ্গলবারের বার বেলায় ফের সেটা টের পেল দেশবাসী। প্রায় ২১ মাস পর বিহারে এনডিএ ছাড়লেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন জেডিইউ সুপ্রিমো। এদিন বিকেল চারটেয় রাজ ভবনে গিয়ে রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দেন নীতিশ কুমার। বুধবার বিকেল ২ টার সময় মহা গাট বন্ধনের সমর্থনে ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ১০ আগস্ট শপথ গ্রহন উপ মুখ্যমন্ত্রী পদেও।
বিজেপিকে ঠেকাতে ফের জেডিইউয়ের হাত ধরতে রাজি আরজেডি । কংগ্রেসও জানিয়েছে দিয়েছে তারা নীতীশকে সমর্থন করছে । লিবারেশন নেতৃত্বাধীন বাম জোট বলেছে তারা বাইরে থেকে নীতীশ কুমারকে সমর্থন করতে রাজি। এই আবহেই মঙ্গলবার বিকেল চারটেয় লালু পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন নীতীশ কুমার। তার আগে লালু প্রসাদের বাড়ি যান নীতীশ। বৈঠক করেন লালু পন্তী রাবরি দেবী ও পুত্র তেজস্বী যাদবের সঙ্গে। সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও তেজস্বী যাদবের সঙ্গে নীতীশের বৈঠক হয় । বৈঠকে ঠিক হয় বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন নীতীশ কুমারই । উপ মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রক পেতে চলেছে আরজেডি। দুটি পদেই শপথ নিতে পারেন লালু পুত্র তেজস্বী যাদব। কংগ্রেস পেতে পারে বিধানসভার স্পিকার পদ{ তবে একটা সূত্রের দাবি কংগ্রেস উপ মুখ্যমন্ত্রী পদেরও দাবি জানিয়েছে।
কিন্তু বিহারে কেন বিজেপির সঙ্গে ভাঙন ধরল জেডিইউ-র ? বিহারে বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে খটাখটি লেগেই ছিল নীতীশ কুমারের। সম্প্রতী জেডিইউ ছাড়েন একদা নীতীশ ঘণীষ্ট দলের প্রাক্তন জাতীয় সভাপতি আরসিপি সিংহ। নীতীশের আপত্তি সত্তেও তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করেন মোদি-শহরা। প্রতিবাদে মোদির মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন জেডিইউ সাংসদরা। এমনকি দিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকেও যোগ দেননি নীতিশ কুমার। তখন থেকেই জল্পনা চলছিল। মঙ্গলবার তাতেই সিল মোহর দিলেন নীতীশ, ছাড়লেন পদ্ম শিবির। বিহারে বিধানসভা আসন ২৪৩ ম্যাজিক ফিগার ১২২ ।
২০২০ সালের ভোটের নিরিখে বিহারে একক বৃহত্তম দল আরজেডির বর্তমানে বিধায়ক সংখ্যা ৭৯, বিজেপি জেতে ৭৪টি আসনে। তিন নম্বর হিসাবে নীতীশ কুমারের জেডিইউ পায় ৪৩টি আসন। কংগ্রেসের দখলে রয়েছে ১৯টি আসন। এছাড়াও লিবারেশন নেতৃত্বাধীন বাম বিধায়ক আছেন ১৬ জন। ফলে বিধানসভায় ফের সংখ্যা গরীষ্ঠতা প্রমান দিতে নীতীশ কুমারের কোনো অসুবিধা হবার কথা নয়। নীতীশের এনডিএ ত্যাগ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে মোদি-শাহদের রক্তচাপ বাড়াল বলেই মত রাজনৈতিক মহলের।
0 Comments