ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

শহরে দুই যুযুধান ইস্টবেঙ্গল ও মহামেডানের নতুন কোচ

The new coaches of East Bengal and Mahamedan came to the city

 ইমামির সঙ্গে চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই শহরে এসে পৌঁছলেন  ইস্টবেঙ্গলের  নতুন কোচ স্টিফেন কনস্টাইন। পাশাপাশি বৃহস্পতিবারই রাশিয়া থেকে দুবাই হয়ে কলকাতায় এলেন কলকাতা ময়দানের আরেক বড় দল  মহামেডান স্পোর্টিং-এর নতুন কোচ অন্দ্রে চার্নে সপ-ও ।  বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন  দুদলেরই সমর্থক ও ক্লাব কর্তারা ।

 গত কয়েক বছর ধরেই খরা চলছে ইস্টবেঙ্গলে । বড় কোনো ট্রফি নেই । শতাব্দি প্রাচীন ক্লাবের স্পনসর নিয়েও যথেষ্টই চিন্তিত ছিলেন ক্লাব কর্তারা । অবশেষে এবছর সমস্ত ডামাডোল কেটেছে বলে দাবি লাল হলুদ কর্তাদের । ইমামির সঙ্গে চুক্তির 24 ঘণ্টার মধ্যেই 13 জন ফুটবলারের সঙ্গে চুক্তি সই করিয়ে ফেলেছে লাল-হলুদ শিবির । এই আবহেই বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পা রাখলেন ইষ্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কনস্টাইন। এদিন নতুন কোচকে ঘিরে ইষ্টবেঙ্গল সমর্থক, ক্লাব কর্তাদের উতসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো । 

এদিনই শহরে এলেন কলকাতা ময়দানের আরেক বড় ক্লাব মহামেডান স্পোর্টিং-এর নতুন কোচ অন্দ্রে চার্নে সপ ও । রাশিয়া থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার সকালে কলকাতা বিমান বন্দরে অবতরন করেন তিনি। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমান বন্দরে উপস্থিত ছিলেন দিব্যেন্দু বিশ্বাস ।

বৃহস্পতিবারই ময়দানে অনুশীলনে নেমে পড়েছে ইষ্টবেঙ্গল । আপাতত ডুরান্ড কাপ ও কলকাতা লিগকেই পাখির চোখ করেছে কলকাতা ময়দানের তিনটি বড় ক্লাব ইষ্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ।এখন দেখার কার মাথায় ওঠে বিজয়ীর শিরপা । 

Post a Comment

0 Comments