নিজস্ব প্রতিনিধি , কলকাতা : বিজেপিকে আটকাতে বিহারে নীতীশ সরকারকে বাইরে থেকে সমর্থন সিপিআইএমএল লিবারেশনের। তবে নীতীশ সরকারের মন্ত্রীসভায় যোগ দিচ্ছেন না লিবারেশন, বুধবার অবস্থান স্পষ্ট করলেন লিবারেশনের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
আচমকা নাটকীয় পট পরিবর্তন হয় বিহারের রাজনীতিতে। এনডিএ ছেড়ে বেরিয়ে এসে মহা গঠ বন্ধনের সাহায্যে ফের বিহারের কুর্শিতে বসেন নীতীশ কুমার। বিজেপিকে সাম্প্রদায়িক ফ্যাসিস শক্তি হিসেবে চিহ্নিত করে বিহারে নীতীশ সরকারকে সমর্থন জানিয়েছে সিপিআইএমএল লিবারেশন। নীতীশ সরকারকে সমর্থন করলেও, মন্ত্রীসভায় যোগ দিচ্ছে না লিবারেশন। বুধবার মোলিলিতে রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করেন সিপিআইএমএল লিবারেশনের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপি কে আটকাতে নীতীশ কুমার কে সমর্থন করছি। তবে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনে আন্দোলন সংগঠিত করব।
বাংলায় বিজেপি কে আটকাতে একুশের বিধান সভা নির্বাচনে নো ভোট টু বিজেপি আওয়াজ তুলেছিল লিবারেশন। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। তবে বিজেপি কে আটকাতে এরাজ্যের শাসকদল তৃণমূলকে ও ফাঁক মাঠ ছেড়ে দেওয়া পক্ষেও যে নয় লিবারেশন, সেই অবস্থান ও স্পষ্ট করেন দীপঙ্কর ভট্টাচার্য।
নীতীশ কুমার কে সমর্থন জানিয়েছে আরজেডি ও কংগ্রেস। এছাড়াও বিহারের সর্ব বৃহৎ বাম দল হিসাবে সমর্থন জানিয়েছে সিপিআইএমএল লিবারেশন। লিবারেশনের হাতে রয়েছে 12 জন বিধায়ক। বিহারের এই মডেল মোদি শাহের রক্ত চাপ আর বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
0 Comments