ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মিনাখাঁর শালিপুরে আইএসএফের সভায় জনজোয়ার

শাসকের সন্ত্রাস উপেক্ষা করেই আইএসএফের জনসভায় সাধারণ মানুষ   

বিশ্বরূপ দে : মিনাখাঁ বিধানসভার অন্তর্গত শালিপুরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার (৭/৮/২২) গোয়ালপোতা মোড় থেকে ধনপোতা বাজার পর্যন্ত দীর্ঘ মিছিল সংগঠিত হয় । মিছিলের স্লোগান ছিল "পাড়ায় পাড়ায় চোর ধরো, জনগণের জোট গড়ো"।

  রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি ও জনগণের হকের টাকা আত্মসাৎ করার প্রতিবাদে এবং ছাত্রযুব, সাধারণ মানুষ ও আইএসএফ (ISF) কর্মীদের উপর পুলিশি নিপীড়নের প্রতিবাদে, মিছিল শেষে এক পথসভা সংগঠিত হয় । উক্ত সভায় বক্তব্য রাখেন আইএসএফ রাজ্য নেতৃত্বের পক্ষে কুতুবুদ্দীন ফাতেহী, শাওন দাস, উত্তর চব্বিশ পরগণা জেলা কমিটির সম্পাদক মুসা কারিমুল্লাহ, শালিপুর অঞ্চল কমিটির সম্পাদক আবু সাঈদ, সহ-সম্পাদক জিয়ারুল খান, সভাপতি বাইজিত মোল্লা ও মিনাখাঁ বিধানসভার সম্পাদক সাইফুল ইসলাম । এছাড়াও বক্তব্য রাখেন আসমা বিবি, এসরাফিল বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ । তাঁরা বলেন, চোর ধরতে হবে জনগণকেই । সংবিধানে সেই ক্ষমতা জনগনের উপরই অর্পিত রয়েছে ।

  প্রসঙ্গত উল্লেখ, দীর্ঘদিন ধরেই এই এলাকা সন্ত্রাস কবলিত । কিন্তু শাসকদলের সন্ত্রাস উপেক্ষা করেই এদিন প্রচুর মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে বক্তব্য শোনেন । ফলে পথসভা পরিনত হয় জনসভায় । আগামীদিনে জনগণের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার করেন আইএসএফ কর্মী ও উপস্থিত নেতৃবৃন্দ । 

  এই সমাবেশের পরই আইএসএফ কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের হুমকি আসতে শুরু করেছে বলে স্থানীয় থানায় দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু অভিযোগের ভিত্তিতে পুলিশ কতটা তৎপর হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে আইএসএফ নেতৃত্ব ।

Post a Comment

0 Comments