14-day jail custody for Parth -Arpita
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাংকশাল কোর্ট।
তিন দিনের ইডি হেফাজতের পর আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে ব্যাংকশাল আদালতে তোলা হয়। দীর্ঘ সওয়াল জবাবের পর আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, যে কোন শর্তে জামিন দেওয়া হোক পার্থ চট্টোপাধ্যায় কে। দরকার হয় প্রভাবশালী তথ্য থেকে মুক্তি পাওয়ার জন্য পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক পথ থেকেও অব্যাহত নিতে রাজি। পার্থ চট্টোপাধ্যায় তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবে। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলে তার খাবার যেন পরীক্ষা করে দেওয়া হয়। কারণ তারা তার জীবনের ঝুঁকির আশঙ্কা করছে।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজাতের নির্দেশ নিয়ে কুনাল ঘোষের বক্তব্য নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্জ্য রাজনীতিতে। কুনাল ঘোষ সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, তার ক্ষেত্রে জেল কর্তৃপক্ষ যে ধরনের ব্যবহার করেছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও যেন তার ব্যতিক্রম না হয়। পার্থ চট্টোপাধ্যায় কে যদি অতিরিক্ত সুবিধা দেয় জেল কর্তৃপক্ষ তাহলে তা তিনি জানতে পারবেন। তিনি এও বলেন জেলে তার বহু পরিচিত লোক আছে তাদের মাধ্যমেই সে খবর পেয়ে যাবেন।
২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় কেও একই দিনে গ্রেফতার করে ইডি। ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্পিতা মুখোপাধ্যায় কে গ্রেপ্তার করার পরে তার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করে এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি টাকা উদ্ধার করে। এছাড়াও উদ্ধার হয় প্রচুর দলিল পত্র এবং মিলেছে বিভিন্ন জায়গায় জমির সন্ধান। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে একটা গুঞ্জন শুরু হয়েছিল কোথা থেকে এত টাকা একসঙ্গে এল?
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে ১৩ দিন জিজ্ঞাসাবাদে ইডির কাছে উঠে এসেছে বেশ কিছু নতুন তথ্য। ইডি সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। মুখোমুখি জেরার সময় পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় কে ঘনিষ্ঠ ভাবে চেনেন না বলে জানিয়েছেন। ইডি সূত্রে আরো খবর অর্পিতা মুখোপাধ্যায় তদন্ত সহযোগিতা করলেও পার্থ চট্টোপাধ্যায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন এড়িয়ে গেছেন অথবা মনে নেই বলছেন।
0 Comments