Ssc scam
নিজস্ব প্রতিনিধি : কলকাতা : বৈঠক ইতিবাচক, নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন,তবে নিয়োগের আগে পর্যন্ত আন্দোলন চলিয়ে যাব। সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে যোগ দিয়ে ছিলেন এসএসসি চাকরিপ্রার্থীদের আট জন প্রতিনিধি।
সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে করেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীরা। বৈঠকে যোগ দেন চাকরিপ্রার্থীদের আট জন প্রতিনিধি। প্রায় এক ঘণ্টার বেশি সময় বৈঠক চলে। বৈঠক থেকে বেরিয়ে এসএসসি চাকরিপ্রার্থীরা জানান, আলোচনা সদর্থক। মেধা তালিকায় যাঁদের নাম রয়েছে, সকলকে নিয়োগের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ পত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও দাবি তাদের।
প্রসঙ্গ, নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে ৫১২ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ২০১৬ সালের মেধাতালিকাভূক্ত চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে অবস্থান করছেন তাঁরা। বিকাশ ভবন সূত্রে খবর, বিকাশ ভবন থেকে সোমবারের বৈঠকে যোগ দেওয়ার জন্য শনিবার চাকরিপ্রার্থীদের ফোন করা হয় ।এর আগে, গত ২৯ জুলাই আন্দোলনরত নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের দাবিদাওয়া শুনেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। ওই দিনই সিদ্ধান্ত হয়েছিল, আন্দোলনকারীদের সঙ্গে সোমবার বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।
0 Comments