ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ঢাকা থেকে সাইকেল চালিয়ে পৌঁছলেন পশ্চিমবাংলার মুর্শিদাবাদে

dhaka to murshidabad cycle tour

নিজাস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ ঃ মালয়েশিয়ার বছর তিরিশের যুবক মোহম্মদ ফাইজুল ঢাকা (বংলাদেশ) থেকে সাইকেল চালিয়ে এখন মুর্শিদাবাদের রানিনগরে এক বন্ধুর বাড়িতে। শনিবার দুপুরেই তিনি বন্ধু মাসুদ আহমেদের বাড়িতে এসে পৌছেছেন। ফাইজুলের বন্ধু মাসুদ আহমেদ তিনি নিজেও একজন ভ্রমন পিপাসু যুবক। বন্ধুদের সঙ্গে বিভিন্ন সময় অনেক দেশে বাসে, ট্রেনে‘ বিমানে ঘুরতে গিয়েছেন। সেভাবেই ঘুরতে গিয়েই ২০১৯ সালের দিকে কুয়ালালামপুরে পরিচয় হয়েছিল ওই ফাইজুলের সঙ্গে। মাসুদ জানান “ আমার বন্ধুর  নেশা পৃথিবীর সব দেশ গুলো তে সাইকেলিং করে ঘুরে বেড়ানোর। এর  জন্য আগে তিনি আমেরিকা থেকে সাইকেলে বিভিন্ন দেশ হয়ে মালয়েশিয়া ফিরেছেন। গিয়েছেন রাশিয়া মঙ্গোলিয়াতেও। এবার বেরিয়েছেন দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল হয়ে ফের ভারতের পাঞ্জাব হয়ে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্থানে যাওয়ার ইচ্ছা নিয়ে। সেখান থেকে ইরান হয়ে তুর্কিতে যাবেন। তার পর সেখান থেকে বিমানে দেশে ফিরবেন। এর জন্য তার ছ’মাস সময় লাগবে তার। 

 

   জানা গিয়েছে মালয়েশিয়া থেকে প্লেনে করে ওই মহম্মদ ফাইজুল জুলাইয়ের মাঝামাঝি সময়ে ঢাকায় এসেছিলেন। সেখানেও তার বন্ধু রয়েছে। দু’দিন থাকার পর ১৭ জুলাই তিনি  সাইকেলে বাংলাদেশের বিভিন্ন জেলা ঘোরেন। এর পর আগষ্টের ৩ তারিখ তিনি বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে রানিনগরের বন্ধুর সঙ্গে যোগাযোগ করে সেখানে আসেন শনিবার। মহম্মদ ফাইজুল জানান “ এখন এখানে দু’দিন রেষ্ট নিব। তার পর বিহার হয়ে নেপালে যাবো। সেখানে পুরো নেপাল ঘোরার পর নেপালের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতের পাঞ্জাব হয়ে পাকিস্তানে যাব।” তিনি জানান “ পৃথীবি ঘুরার ইচ্ছা নিয়ে আমি সাইকেলেই বিভিন্ন দেশ ঘুরে বেড়াই। পৃথীবির বিভিন্ন দেশের মানুষ, ভাষা, ধর্মের মধ্যে বহু বৈচিত্র রয়েছে। যা জানতে ও দেখতে ভালো লাগে। তাছাড়া বিভিন্ন দেশের  ভৌগোলিক অবস্থান আমার খুব ভাল লাগে। তাই মালোয়েশিয়াতেই পারটাইম জব করে কিছু টাকার জোগার হয়ে গেলেই আমি বেরিয়ে পড়ি ভ্রমনে। আসলে ভ্রমণ আমার খুব ভালো লাগে। এটা তার দ্বিতীয় সাইকেল ভ্রমন"।

Post a Comment

0 Comments