ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ফুলসজ্জার রাতে বাড়ি থেকে কেন পালালো জামাই ?

 নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ :  ফুলসজ্জার রাতে জানলা দিয়ে বউ পালিয়েছিল। টুম্পা সোনার সেই গানের অ্যালবাম বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু বাস্তবে ঘটলো তার উলটপুরান। ডোমকলের বাজিতপুর ক্যাপটেন পাড়ার বাড়ি থেকে পালালো জামাই। বাড়ির গেটে তালা মারল নববধূর বাপের বাড়ির লোকজন।  

ফুলসজ্জার রাতেই ভাগলবা বাবা জীবন। এটিএম থেকে টাকা তুলতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা জামাই।  সোমবার মুর্শিদাবাদের ডোমকলের লক্ষীনাথপুর ক্যাপটেন পাড়া এলাকার  ঘটনায় চাঞ্চল্য । ৩ই আগষ্ট সম্বন্ধ করেই বিয়ে হয় ডোমকলের ক্যাপটেন পাড়া এলাকার প্রভাষ চন্দ্র পালের ছেলে প্রসেনজিৎ পালের সঙ্গে বিয়ে হয়   বাবুপাড়ার মেয়ের । ৪ ঠা আগষ্ঠ ছিল বৌভাত। সেদিনই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সে। নব বধুর অভিযোগ প্রসেনজিতের আগের পক্ষের বউ আছে।

নব বধুর অভিযোগ অবশ্য মানতে চাননি প্রসেনজিতের মা।

 ঘটনার কথা জানাজানি হতেই সোমবার সকালে বাড়ির গেটে তালা ঝোলান নববধূর বাপের বাড়ির লোকজন। ডোমকল থানায় নিঁখোজ ডাইরি করেন তারা ।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 

Post a Comment

0 Comments