নিজস্ব প্রতিনিধি : কলকাতা : কলকাতার দুর্গাপুজো ইতিমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ফলে এবছরের দুর্গাপূজা হতে চলেছে আরও বেশি আকর্ষণীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুর্গাপুজোকে ঘিরে অনুষ্ঠিত হলো প্রশাসনিক ও সমন্বয় বৈঠক। ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আগামী ১লা সেপ্টেম্বর দুপুর দুটোয় জোড়াসাঁকো থেকে বেরোবে মিছিল। দশ হাজার ছাত্রছাত্রীর পাশাপাশি অংশ নেবে বিভিন্ন পুজো কমিটির উদ্যোগতারা। একই সময় প্রতিটি জেলায় মিছিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
নেতাজি ইনডোর স্টেডিয়ামের এই বৈঠক থেকে নাম না করে বিজেপির কেন্দ্রীয় নেতাদের তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বাংলায় দুর্গাপূজো দিয়ে বিজেপি নেতাদের কটাক্ষের জবাব দেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।
কেন্দ্রীয় বঞ্চনার কথা এদিনের এই বৈঠক থেকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রায় ৪৩ হাজার স্বীকৃত পুজো কমিটি গুলোকে পঞ্চাশ হাজার কার থেকে দশ হাজার টাকা বৃদ্ধি করে ষাট হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সেই সঙ্গেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩০ শে সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির ঘোষণা করেন তিনি।
বিদ্যুৎ বিলে পূর্বে ৫০% ছাড় থাকলেও এবার সেই ছাড়ের সংখ্যা ষাট শতাংশ করা হয়েছে। করোনার অতিমারি জেরে ২০২০ সাল থেকে ২০২১ বন্ধ ছিল কলকাতার বড় পুজো গুলিকে নিয়ে কার্নিভাল। তবে এবার সেই কার্নিভাল ফিরতে চলেছে। আগামী ৮ই অক্টোবর দেশ-বিদেশের বিভিন্ন মানুষদের সামনে কার্নিভাল হতে চলেছে রেড রোডে।
0 Comments