ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা নির্বাসনে পাঠাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে

 

নিজস্ব  প্রতিনিধি ঃ  শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার (FIFA) শাস্তির খাঁড়া নেমে এলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ AIFF এর  উপরে। তার ফলে আপাতত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় নামতে পারবে না ভারতীয় দল বা ভারতের কোনও দল। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এই শাস্তি বলে জানিয়েছে ফিফা FIFA কাউন্সিল। এর ফলে সংকটের কালো আঁধারে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ। একইসঙ্গে এবছরই ভারতে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । ফিফার এই নির্বাসনের ফলে বিশ্বকাপ আয়োজনও স্থগিত। এএফসি কাপের ম্যাচও খেলতে পারবেনা মোহনবাগান। সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে ফিফা জানিয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এই সাসপেনশন। কয়েক মাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি গড়ে দেয় সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়াক্ষেত্রে ফিফার নিয়ম অনুযায়ী এই নির্দেশ আইন উলঙ্ঘন। প্রশাসক কমিটির হস্তক্ষেপ নিয়ম বিরুদ্ধ বলে জানিয়ে শাস্তি স্বরূপ ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে নির্বাসিত করেছে ফিফা। এই নির্বাসন বিবৃতি প্রকাশের সময় থেকেই কার্যকরী। স্বভাবতই ভারতীয় ফুটবলের জন্য আবারো এক কালো দিন বলেই মনে করছেন প্রাক্তন ফুটবলাররা।

 তবে এই আশঙ্কার মধ্যেও আশার বাণী শোনাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়। তার মতে ফিফার এই ব্যান সাময়িক। ফুটবল কর্তারা যদি সঠিক সময় নির্বাচন করে উঠতে পারে তবে এই নির্বাচন তুলে নেবে ফিফা।

তবে ফিফার এই শাস্তির পর নড়েচড়ে বসেছে ভারতীয় ফুটবলের কর্তা ব্যক্তিরা। বৃহস্পতিবারই দিল্লিতে জরুরি বৈঠকে বসতে চলেছেন ফুটবল কর্তারা। ডাকা হয়েছে দেশের বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিদের। 

Post a Comment

0 Comments