A sign hindu muslim harmony
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মুসলিম ধর্মের মহরম অনুষ্ঠানে সনাতনী হিন্দুরা। অবাক হচ্ছেন তো ? আমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ,তুমি জৈন বোঝানোর পালাও সদা চলমান।আমাদের পূর্বপুরুষেরা কিন্তু আমাদেরকে এই পথ দেখিয়ে যায়নি,তবুও আমরা কেন ধর্মীয় ভাবাবেগের পথ বেছে নিলাম? এটাই এখন বড় প্রশ্ন চিহ্ন ?
মহরম মুসলিম সম্প্রদায়ের একটি একটি পবিত্র অনুষ্ঠান, সেই মহরমের দোফরমাতমকে ঘিরে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি ধরা পরল৷ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের চকসাপুর গ্রামে মুসলিমদের ধর্মগুরু পীর সংরক্ষিত হয়ে আসছে প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পরিবার পালেদের বংশধরদের হাতে। মহরম এর দোফরেমাতমে বাঁকুড়ার ইন্দাসে এসে সম্মিলিত হয়েছে দুই ধর্ম অর্থাৎ হিন্দু মুসলমান সম্প্রদায়ের একাধিক মানুষ। প্রত্যেক ধর্মের মানুষরা একসাথে সম্মিলিত হয়ে পুজো পুজো অর্চনা প্রসাদ বিলি সহ আরও অন্যান্য কাজে একসাথে হাতে হাত মিলিয়েছে,শুধু তাই নয় এই অনুষ্ঠান নাকি হিন্দু ভাই-বোনেরাই পরিচালনা করে। সবে মিলে এই যুগের দাঁড়িয়ে সম্প্রীতির এক নজির স্থাপন করেছে বাঁকুড়া জেলার ইন্দাসের এর এই চকসাপুর গ্রাম। সম্রাট আকবর প্রচলন করে গিয়েছেন 'সুল ই কুলের' অর্থাৎ সর্ব ধর্ম সমন্বয়ের, তারই এক দৃষ্টান্ত দেখতে পাওয়া গেল বাঁকুড়ার এই প্রান্তিক গ্রামে।
সুনীল কুমার পাল নামে সনাতন হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি জানান,ভারতবর্ষের খুব কম জায়গাতেই এরকম দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন,আমরা চাই সম্প্রীতির বার্তা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে যাক,একই সাথে ঝাঁজ ঘণ্টা বাজুক আর আজানের ধ্বনি শোনা যাক।
আবাদ মোল্লা নামে এক মুসলিম ধর্মের মানুষ জানান, পূর্বপুরুষ ধরে আমরা একইভাবে সম্মিলিত হয়ে আছি এবং ভবিষ্যতেও হবো।
0 Comments