ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

৭৬ তম স্বাধীনতা দিবসে পালকিতে চেপে এসে পতাকা তুললেন কোলাঘাটের একশ-দুই বছরের বৃদ্ধা

 নিজস্ব প্রতিনিধি :স্বাধীনতার ৭৬ তম দিবসে অভিনব নজির স্থাপন করলো কোলাঘাটের সংকেত ক্লাব। এখানে সোমবার জাতীয় পতাকা উত্তোলন করলেন  ১০২ বছর বয়সী এক  বৃদ্ধা।এই বিরল দৃশ্যের সাক্ষী থাকলো কোলাঘাট বাসি।

স্বাধীনতা দিবসের সঙ্গে শহীদদের রক্ত, আত্মবলিদান, উৎসর্গের পাশাপাশি দেশের অসংখ্য মানুষের আবেগ জড়িত ।  স্বাধীনতার প্রথম দিনের আস্বাদ যারা অনুভব   করেছিলেন তাদের কাছে এই দিনটি অবিস্মরণীয়। তেমনই একজনের নাম হলো লক্ষিবালা মাইতি । দেশ যেদিন স্বাধীন হল ,লক্ষিবালা মাইতি তখন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের এক গ্রামের সাতাশ বছরের চাষিবাড়ির গৃহবধূ। আজ তাঁর ছয় ছেলে মেয়ে, নাতিনাতনীকে নিয়ে ভরা সংসার এবং এই সংসারের বটবৃক্ষ তিনি । শতবর্ষ আয়ু পার করে নুয়ে পড়া শরীরে  আজও লক্ষিবালা সংসারের উপার্জনশীল ব্যক্তি।কোলাঘাট নতুন বাজার হাটের একজন সবজি বিক্রেতা তিনি। সোমবার কোলাঘাট রাধামাধব মন্দিরে প্রথমে লক্ষ্মীবালা কে চন্দন, উত্তরীয় ফুলের মালায় বরণ করে নেওয়া হয়। এরপর চাপানো হয় সুসজ্জিত চার বেয়ারার পালকিতে। সাথে ছিল অসংখ্য জাতীয় পতাকা ও দেশমাতৃকার জয়ধ্বনি। ছিল খোল করতাল শঙ্খধ্বনী সহযোগে হরিনাম সংকীর্ণতের দল। স্বাধীনতা দিবসের এই অভিনব শোভাযাত্রা শহর পরিক্রমার পর সংকেত ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন শতায়ু লক্ষ্মীবালা মাইতি। 

অস্পষ্ট স্মৃতি হাতড়ে নিজের চোখে দেখা  লালমুখোদের গল্প শোনান এই ১০২ বছর বয়সী মহিলা। মনে করিয়ে দেন ষোলোআনায় রূপনারায়নের ষোলোটি ইলিশ, সাতআনায় একমন ধান, তিন টাকায় সোনার নাকছাবি আরো কত কি কথা ! এহেন বিস্ময় ও প্রবীনা স্বয়ংসিদ্ধাকে দিয়ে স্বাধীনতার ৭৬ তম দিবসে জাতীয় পতাকা উত্তোলন করিয়ে কোলাঘাটের  স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংকেত ক্লাব শ্রদ্ধা নিবেদন করলেন দেশমাতৃকার উদ্দেশ্যে। 

 স্বাধীনতার ৭৬ তম দিবস হিসেবে এই  ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই কোলাঘাটের  স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংকেত ক্লাবের এই অভিনব উদ্যোগ। 



Post a Comment

0 Comments