ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

Tet Scam : অঙ্কিতা অধিকারীর পর এবার অনুব্রত কন্যার বিরুদ্ধে টেট পাশ না করেই চাকরি পাওয়ার অভিযোগ

 নিজস্ব প্রতিনিধি , কলকাতা : পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর পর এবার অনুব্রত কন্যার বিরুদ্ধে প্রভাব খটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ।  বেনিয়মে  শিক্ষকতার চাকরি পেয়ে আদালতের নির্দেশে চাকরি গেছে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ চন্দ্র আধিকারির কন্যা আঙ্কিতার। এবার আদালতের নজরে আরেক তৃণমূল নেতার কন্যার শিক্ষকতার চাকরি। অভিযোগ উঠেছে টেট পাশ না করেও স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পান সুকন্যা মণ্ডল। হাঁ ঠিকই শুনেছেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতির অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। বুধবার কোলকাতা হাই কোর্টে আইনজীবী ফিরদৌস শামিম একটি মামলা করেন। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের পরিবারের ৬ জন সদস্য টেট উত্তীর্ণ না হয়েও চাকরি পেয়েছেন। 

সুত্রের খবর, অনুব্রতকন্যা কালিকা পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মামলাকারীর দাবী কোন দিন ও স্কুলে যায়নি অনুব্রতকন্যা সুকন্যা। টেট পাশ না করেও চাকরি করছে শুধু এই অভিযোগ ই নয়। আরও অভিযোগ, বাড়িতে অ্যাটেনডেন্স রেজিস্ট্রার খাতা চলে আসে তার অ্যাটেনডেন্স নেওয়ার জন্য।বাড়িতে বসেই বেতন পেয়ে আসছেন গরু পাচার কান্ডে কেন্দ্রীয় তদন্ত কারিদের হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মন্ডলের কন্যা। অভিযোগের ভিত্তিতে সুকন্যা এবং অনুব্রত এর বাকি ৫ জন আত্মীয়কে আদালতে তলব করা হয়েছে। আগামী কাল বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে এই ছয় জনের নিয়োগ সংক্রান্ত নথি তলব  করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

Post a Comment

0 Comments