নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দীর্ঘ আড়াই বছর পর কলকাতায় মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল। কলকাতায় এই ডার্বি ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। ইতিমধ্যেই নিঃশেষিত ৬০ হাজার টিকিট। ডার্বির টিকিট না পেয়ে হতাশ অনেক সমর্থকই। মোহনবাগান সমর্থকরা তো আবার ডার্বির টিকিট না পেয়ে রাস্তা অবরোধ করেছিলেন। তবে এটিকে মোহনবাগান হোক কিংবা ইমামি ইস্টবেঙ্গল, ডার্বির আগে কোনও দলই সেভাবে সুবিধাজনক জায়গায় নেই। কারণ এখনও পর্যন্ত দুই দলের কেউই একটাও ম্যাচ জিততে পারেনি। প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ১-১ ড্র করলেও, রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ২-৩ গোলে পরাস্ত হয়েছিল। অন্যদিকে কিছুটা হলেও ভালো পজিশনে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে তারা গোলশূন্য ম্যাচ ড্র করেছিল। বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচে যদি লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব জিততে পারে, তাহলে ডার্বির আগে যে তারাই অ্যাডভান্টেজ পাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
0 Comments