Kolkata Municipality is going to take strict action against illegal mobile towers
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির ছাদে মোবাইল টাওয়ার নিয়ে এর আগেও অনেকবার প্রশ্ন উঠেছে। মোবাইল টাওয়ারের রেডিয়েশন মানুষের শরীরে ভীষণ প্রভাব ফেলে। সে কারণে প্রতিবাদ জানিয়েছিলেন পরিবেশবিদরা। কিন্তু সেই আপত্তিকে গুরুত্ব না দিয়েই কলকাতা শহরের অলিতে গলিতে গড়ে উঠেছে বেআইনি মোবাইল টাওয়ার। কিছু টাকার লোভে বাড়ির মালিক আইনি কি বেআইনি মোবাইল টাওয়ার খতিয়ে না দেখেই টাওয়ার বসানোর অনুমতি দিয়েছে। এবার বেআইনি টাওয়ার গুলোর বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা।
শহর কলকাতা জুড়ে যত্রতত্র বাড়ির ছাদে বেআইনি মোবাইল টাওয়ার নিয়ে এবার কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা।
যে সমস্ত মোবাইল টাওয়ার করার জন্য কলকাতা পুরসভার কাছ থেকে উপযুক্ত পারমিশন নেওয়া হয়নি, সেগুলিকে অবিলম্বে ভেঙে দিতে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। পাশাপাশি পরিবেশগত দিক বিচার করে এবং মোবাইল টাওয়ারের থেকে নির্গত তরঙ্গ মানুষের শরীরেও কুপ্রভাব ফেলে বলেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এদিন জানালেন কলকাতা পুরসভার লাইটিং বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সী।
কলকাতা পুরসভার বিগত অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে এই সমস্ত বেআইনি মোবাইল টাওয়ার সংস্থা গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।
মেয়রের নির্দেশ অনুসরণ করেই প্রয়োজনে আগামী দিনে শহর কলকাতা জুড়ে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মোবাইল টাওয়ার গুলি রেগুলেট করার জন্য সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করার চিন্তা ভাবনা শুরু করেছে কলকাতা পুরসভা।
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মোবাইল টাওয়ার নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত কলকাতা পুরসভার।
0 Comments