নিজস্ব প্রতিনিধি :ব্যাডমিন্টনে সিন্ধুর সোনা জয় ।কমনওয়েলথে গেমসে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জয় পেলেন পিভি সিন্ধু। দুরন্ত ফর্ম বজায় রেখে কানাডার মিশেল লি-কে একপ্রকার উড়িয়ে দিলেন সিন্ধু। এর আগে কমনওয়েলথে ব্যাডমিন্টনে সিঙ্গলসে কখনও সোনা জেতেননি কোনও ভারতীয়। এই প্রথমবার সেই লক্ষ্যপূরণ হল সিন্ধুর হাত ধরে। সিঙ্গাপুর ওপেনের পর এবার কমনওয়েলথ গেমসে ফের একবার নিজের জাত চেনালেন সিন্ধু। প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয় গেমে আর প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি হায়দরাবাদি তরুণী। প্রথমবার দেশের হয়ে কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনের সোনা পেয়েছে ভারত। গোটা দেশ তাই আনন্দ উৎসবে ভাসছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রশংসায় ভরালেন সিন্ধুকে। গোপন করতে পারলেন না তার আবেগ। প্রধানমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, তুমি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন। অভূতপূর্ব সাফল্য। বারবার দেখিয়ে চলেছেন পারদর্শিতা কাকে বলে। আপনার নিষ্ঠা আর সংকল্প অনুপ্রেরণা জাগায়। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের জন্য অভিনন্দন। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।
0 Comments