ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান ঘিরে বিতর্কে তৃণমূল-বিজেপি

 Trinamool-BJP embroiled in controversy over garlanding Kishore Kumar's statue

কিশোর কুমারের জন্ম দিনে তার  মূর্তিতে মাল্যদান  ঘিরে বিতর্কে জড়ালো তৃণমূল বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

 কিশোর কুমারের 93 তম জন্মদিবসে টালিগঞ্জে  কিশোর কুমারের মূর্তিতে  বিজেপিকে মাল্যদান করতে না দেওয়ায় অভিযোগ। তাই  বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে টালিগঞ্জ মেট্রো মেন গেটের সামনে  শ্রদ্ধা অনুষ্ঠানের  আয়োজন করা হয়। বিজেপির পক্ষ থেকে কালচারাল সেলের উদ্যোগে একটি স্বতন্ত্র কার্যক্রম নেওয়া হয়েছে মহানায়ক মেট্রো রেল স্টেশনের সামনে। অনুষ্ঠানে মাল্যদান করে শ্রদ্ধা জানায় বিজেপি নেতৃত্ব।উপস্থিত ছিলেন রাজ্য কালচারাল সেলের আহবায়ক রুদ্রনীল ঘোষ। দক্ষিণ কলকাতার সভানেত্রী সংঘমিত্রা চৌধুরী সহ আরও অনেক নেতৃত্ব। কিশোর কুমার কারোর  একার নয়। তাকে শ্রদ্ধা জানানোর অধিকার সবার আছে। কিন্তু শাসকদলের কিছু লোক মূর্তি আগলে রাজনীতি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন রুদ্রনীল ঘোষের।

এমনকি পুলিশও তাদের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন রুদ্রনীল ঘোষ। কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো কে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালো তৃণমূল বিজেপি। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব

Post a Comment

0 Comments