ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পাঁচ বছরে নেতাদের এত সম্পত্তি? আয়ের উৎস জানতে চেয়ে হাইকোর্টে মামলা

১৯ নেতা মন্ত্রীর পাঁচ বছরে এত সম্পত্তি? আয়ের উৎস জানতে চেয়ে হাইকোর্টে মামলা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা : শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে এবার  জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা করেন বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি। সোমবার এই জনস্বার্থ মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানিতে ইডি-কে পার্টি করার নির্দেশ দিয়েছে আদালত।  

 নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যা নিয়ে ইতিমধ্যেই তোলপার রাজ্যে রাজনীতি। এই আবহে শাসক দলের একাধিক নেতার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা  কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা করেন বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি। সোমবার এই জনস্বার্থ মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানিতে ইডি-কে পার্টি করার নির্দেশ দিয়েছে আদালত।  মামলায় মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অর্জুন সিং, বিধায়ক মদন মিত্র-সহ মোট ১৯ জন নেতার নাম রয়েছে বলে জানা গেছে। মামলাকারির দাবি, নির্বাচন কমিশনে দেওয়া তথ্য খতিয়ে দেখলে বোঝা যাবে, বছরের পর বছর কী ভাবে নেতা মন্ত্রীদের সম্পত্তি বেড়ে যাচ্ছে। 

Post a Comment

0 Comments