৭৬তম স্বাধীনতা দিবসে রাজ্যজুড়ে বামেদের অঙ্গীকার
বিশ্বরূপ দে : এদিন সকালে ভারতের কমিউনিস্ট পার্টি চেতলা শাখার উদ্যেগে জাতীয় পতাকার পাশাপাশি, দলের রক্তিম পতাকা উত্তোলন করে বিশেষ এই দিনটির তাৎপর্য বিশ্লেষণ করেন সিপিআইয়ের চেতলা শাখা সম্পাদক কমরেড রতন সরকার । শহীদ বেদিতে মাল্যদান করে স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন দলের সকল কর্মী ও নেতৃবৃন্দ । "দেশ,সংবিধান ও গণতন্ত্র বাঁচাও এবং সম্প্রীতি রক্ষা করো",- এই স্লোগানকে সামনে রেখে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বামপন্থী ছাত্রযুব ও মেহনতি মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পতাকা উত্তোলন কর্মসূচির মধ্যে দিয়েই দলের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করা হয় ।
সিপিআই(এম)-এর দক্ষিণ ২৪ পরগণা জেলা কার্যালয়ে দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন কমরেড সুজন চক্রবর্তী । শহীদ বেদিতে মাল্যদান করেন দলের প্রবীণ কমরেড হেমেন মজুমদার, জেলা সম্পাদক কমরেড শমীক লাহিড়ী সহ অন্যান্য জেলা নেতৃত্ব ।
প্রতিবারের মতো এবারও দক্ষিণ কলকাতার শরৎ ঘোষ গার্ডেনের ইয়ং কলকাতার পক্ষ থেকে মর্যাদার সাথে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস পালন করা হয় । কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ইয়ং কলকাতার সদস্য নিতু সিং । শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সনাতন হালদার, তরুণ সদস্য অমিত কুমার পাল এবং অন্যান্য সদস্যবৃন্দ ।
সিপিআই (এমএল) লিবারেশনের উদ্যোগে শিলিগুড়ি শহরেও মর্যাদার সাথে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি পালন করা হয় । জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার এবং পার্টির রক্তিম পতাকা উত্তোলন করেন দার্জিলিং জেলা কমিটির সম্পাদক কমরেড পবিত্র সিংহ । স্লোগান, সংবিধানের প্রস্তাবনা ও কেন্দ্রীয় কমিটির অঙ্গীকার পাঠ করে দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা এবং শহীদদের স্বপ্নের ভারত গড়ার শপথ গ্রহন করেন পার্টির সকল কর্মী ও নেতৃবৃন্দ ।
এদিন সকালে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় । পতাকা উত্তোলনের পর বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ কর্মীদের সংবর্ধনা দেন তিনি । এরপর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কুচকাওয়াজ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, কলকাতা পুলিশের নগরপাল শ্রী বিনীত গোয়েল, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি শ্রী মনোজ মালব্য এবং অন্যান্য অতিথিবর্গ ।
0 Comments