নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আইনজীবীদের একাংশের তরজা তুঙ্গে । এই আবহেই মঙ্গলবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এদিন তিনি বলেন নিউ সেক্রেটারিয়েট্রের হস্তান্তর অনুষ্ঠানের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল । মুখ্যমন্ত্রী আমাকে বলেন আপনি আপনার কাজ চালিয়ে যান ।
ফের বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী । বেশ কয়েকদিন ধরেই হাইকোর্টের প্রবীন আইনজীবিদের একাংশের সঙ্গে তাঁর একটা চাপা টেনশন চলছিলই। দিন কয়েক আগে এজলাসের মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্যেই বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন অরুনাভ ঘোষ সহ বেশ কয়েক জন প্রবীন আইজীবী । প্রবীন আইনজীবীদের একাংশের অভিযোগ একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পাশাপাশি কোর্ট রুমের মধ্যে ভিডিওগ্রাফি করাও নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । সেদিন তারও বিরোধীতা করেছিলেন আইনজীবী অরুনাভ ঘোষ। এই নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অরুণাভ ঘোষ । আদালত অবমাননার অভিযোগে অরুণাভ ঘোষকে গ্রেফতারির হুমকি দেন বিচারপতি। শেষ পর্যন্ত আরেক প্রবীন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যস্থতায় বিবাদ সেদিনের মতো মিটলেও সোমবার ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি লিখে অভিযোগ করেন অরুণাভ ঘোষরা । মঙ্গলবার সেই প্রসঙ্গেই মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এদিন তিনি বলেন নব মহাকরণ হস্তান্তর অনুষ্ঠানের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল। আমি মুখ্যমন্ত্রীকে নমস্কার জানিয়ে বলি আমিই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনিও পাল্টা নমস্কার জানিয়ে বলেন আপনার নাম শুনেছি. আপনি অনেক কাজ করেছেন । আপনি আপনার কাজ চালিয়ে যান ।
তারপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন অড়াই বছরে ৯৫ টি রায় দিয়েছি। তার মধ্যে দের বছর কোর্ট বন্ধ ছিল। অনেক ঘরে অর্ডার পেন্ডিং থাকে। খোঁজ নিন। কোর্ট রুমে ভিডিও গ্রাফি করার নির্দেশ প্রসঙ্গে বিচারপতি বলেন সেদিন ভিড়ের মধ্যে অনেকে পেপার ওয়েট নিয়ে দাড়িয়েছিল। এই কারণে আমি সেদিন ভিডিও করতে বলেছি।
কোন মামলা আগে শুনবো সেটা বাছাইয়ের এক্তিয়ার তাঁর আছে বলে এদিন জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় । পাশাপাশি তিনি জানান আমি দুর্নীতি পেলে সেটা বন্ধ করার চেষ্টা করি। অরুণাভ ঘোষদের আর্জি বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এই আবহে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখ খোলা বিশেষ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে আইনজীবী মহল ।
0 Comments