পুলিশের বিরুদ্ধে বিচারবহির্ভূত খুনের অভিযোগ মৃতদের পরিবারের
বিশ্বরূপ দে : সম্প্রতি জেল হেফাজতে তিন যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । পুলিশ হেফাজতে থাকাকালীন হাসপাতালে আরো একজনের মৃত্যু হয় । মৃতেরা হলেন, গল্ফগ্রীন আজাদগড়ের দীপঙ্কর সাহা, ঘুটিয়ারী শরিফের জিয়াউল লস্কর ও আব্দুল রেজ্জাক দেওয়ান এবং মহেশতলা সন্তোষপুরের সইদুল মুন্সি ।
মৃতদের পরিবারের অভিযোগ, বিনা কারণেই পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায় এবং অকথ্য অত্যাচার চালায় । পুলিশের সেই অমানুষিক নির্যাতনেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে মৃতদের পরিবার ।
সোমবার মৃত যুবকদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন আইএসএফের এক প্রতিনিধি দল । পরিবারগুলির প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি, এই বিচারবহির্ভূত খুনের তীব্র নিন্দা জানিয়েছে আইএসএফ নেতৃত্ব । প্রতিনিধি দলে ছিলেন, দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, অফিস সম্পাদক নাসিরউদ্দিন মীর, রাজ্য কমিটির সদস্য আব্দুল মালেক মোল্লা, জুবি সাহা প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক সমন্বয় মঞ্চের সুমিত চৌধুরী ।
এবিষয়ে মঙ্গলবার এক প্রেস বিবৃতি জারি করে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছে আইএসএফ । উক্ত বিবৃতির মাধ্যমে দলীয় নেতৃত্ব বলেন,"এরা প্রত্যেকেই কায়িক পরিশ্রম করে দিন গুজরান করতেন । কেউ অটো চালাতেন, কেউ ছোটখাটো স্টেশনারি দোকান । অভাবের সংসার তাঁদের । অভিযোগ উঠছে বিচারবহির্ভূত খুনের । কোন কারণ ছাড়াই কখনো বারুইপুর থানা, কখনো গল্ফগ্রীণ থানার পুলিশ এই যুবকদের ধরে নিয়ে গেছে । পরিবার-পরিজনরা বলেছেন, বেধড়ক পিটুনির ফলেই মৃত্যু ঘটেছে । একদিকে শাসকদলের সীমাহীন দুর্নীতি, অপরদিকে পুলিশের এই বেআইনী আচরণ সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে । আইএসএফ মনে করে, পশ্চিমবঙ্গ ক্রমশ পুলিশ রাষ্ট্রের পথে এগোচ্ছে । উত্তরপ্রদেশের বিজেপি সরকারের সঙ্গে তৃণমূল সরকারের মৌলিক কোন ফারাক খুঁজে পাওয়া যাচ্ছে না । পুলিশের এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আইএসএফ পথে নেমেই লড়বে ।
0 Comments