শাসক দলের বড়, মেজ, সেজ নেতারা যখন ঝা চকচকে গাড়িতে করে এলাকায় দাপিয়ে বেড়ান, তখন তার ভরসা সেই অটো। সরকারি একটা গাড়ি তার জন্য বরাদ্দ আছে বটে কিন্তু পারতপক্ষে তিনি তাতে চড়েন না। তিনি বজবজ পৌরসভা চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ।
শীত, গ্রীষ্ম, বর্ষা। বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তের অটোই ভরসা। আর পাঁচটা পৌরসভার মতন বজবজ পৌরসভায় চেয়ারম্যানের জন্যও একটা সরকারি গাড়ি বরাদ্দ আছে। কিন্তু পারতপক্ষে তিনি সেই গাড়িতে চড়েন না{ কিন্তু কেন ? কারণটা শুনে নেওয়া যাক খোদ চেয়ারম্যান সাহেবের মুখ থেকেই।
বিরোধীরাও বলছেন আজকের যুগে গৌতম বাবুর মতন মানুষ পাওয়া দুর্লভ। লোভ আর ক্ষমতার উল্টো দিকে দাড়িয়েও যে রাজনীতি করে যায়, অটো করে ঘুরে ঘুরে জনগণের সমস্যার কথা শোনা যায় 10 বছর ধরেই তার প্রমান দিয়ে যাচ্ছেন বজবজ পুরসভার বর্তমান চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত।
0 Comments